Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Prefix and Suffix MCQ
1. The prefix 'proto' in the word 'prototype' indicates -
first or original
distant
old
all
ব্যাখ্যা: Prototype first design কোনো কিছুর মূল নমুনা (যেমন: উড়োজাহাজ) যার অনুরূপ তৈরী করা হয়েছে বা হবে।
2. The word 'Microcosm' is formed by adding-
a prefix
a suffix
a word
a root
3. The prefix 're' in 're-emergence' means -
right
wrong
again
appearance
4. Which of the following cannot use the suffix -ive?
commerc
- decis
- conclus
- impress
ব্যাখ্যা: Impressive- মুগ্ধকর: commercial- বাণিজ্যিক; decisive চূড়ান্ত, নিষ্পত্তিকারক; conclusive-চূড়ান্ত।
5. The children are very loud today. They can sometimes be active.
so
hyper
fore
full
ব্যাখ্যা: hyperactive (বিশেষত শিশুদের সম্পর্কে) অস্বাভাবিকভাবে অতিমাত্রায় সক্রিয়: He is a hyperactive child.
6. Choose the correct prefix to make a new word matching the given definition: pour heavy rainfall (অতিবৃষ্টি, প্রবল বৃষ্টিপাত)
Out
Down
Over
Up
ব্যাখ্যা: downpour (প্রচুর বৃষ্টিপাত), downsize (কর্মী ছাঁটাই করা), downfall (পতন, সর্বনাশ), downpayment
7. where the prefix or suffix has not been properly used 'un'
unbelievable
unassuming
unabated
uncautious
ব্যাখ্যা: incautious (ইনকোশাস্) অসতর্ক, অসাবধান: unassuming বিনয়ী, অমায়িক; unabated – অপ্রতিহত
8. Which prefix does not imply a number or count?
mono
- di
- im
quasi
- uni-
10. Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
Transform
Reform
No Error
Conform
Perform
ব্যাখ্যা: Hints: Form-এর পূর্বে trans, re, con এবং per, prefix এর ব্যবহারগুলো সবগুলোই সঠিক। Transform-রূপান্তর করা; Reform-পুনরায় গঠন করা; conform-অনুরূপ হওয়া; perform-কার্যসম্পাদন করা। সুতরাং prefix ব্যবহারে কোনো ভুল নেই।
11. Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
Indiscernible
Inconsiderate
Intelligible
Inrascible
No Error
ব্যাখ্যা: Hints: 'In' prefix যোগে correct শব্দগুলো হলো indiscernible (অদৃষ্টি গোচর); inconsiderate (অবিবেচক); intelligible (বোধগম্য)। অপরপক্ষে inrascible বলে কোনো শব্দ নেই। সুতরাং in prefix যোগে ভুল শব্দ হলো inrascible।
12. The verb 'survive' can be changed into noun by adding -
a suffix
a prefix
an auxiliary
a syllable
ব্যাখ্যা: Survive এর পরে suffix 'al' যোগ করে এর noun 'survival' গঠন করা হয়।
13. Who can tell what the future holds for us? (কে ভবিষদ্বাণী করতে পারে আমাদের ভবিষ্যৎ কি হবে?)
fore
hyper
neo
pro
15. Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
Irresponsible
Irrational
No Error
Irresolute
Irrevocable
ব্যাখ্যা: Hints: 'In' prefix যোগে গঠিত চারটি শব্দই সঠিক। Irrational-অযৌক্তিক; irresolute-অস্থিরমতি; irrevocable-চূড়ান্ত এবং অপরিবর্তনীয়; irresponsible- দায়িত্বহীন। সুতরাং সঠিক উত্তর no error ।
16. Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
Regaliage
Wreckage
No Error
Anchorage
Foliage
ব্যাখ্যা: Hints: Age suffix যোগে correct word গুলো হলো wreckage-ছিন্নভিন্ন অংশসমূহ; Anchorage নোঙর বাঁধার স্থান; foliage-বৃক্ষপত্রাবলী। Regaliage এ age suffix-এর ভুল প্রয়োগ রয়েছে।
17. The prefix 'mis' can be added to ---
Foal
Fire
Obey
Personal
ব্যাখ্যা: Hints: 'Mis' prefixটি যোগ করা যায় fire শব্দের পূর্বে। Mis, prefix যোগে misfire শব্দের অর্থ হলো গুলি না ছোটা বা আগুন না ধরা।
18. In the word 'hypersensitive' the prefix 'hyper' means
below
opposite
extreme
supreme
ব্যাখ্যা: hyper- extreme, অতিমাত্রায়: hypersensitive অতিসংবেদনশীল
19. The suffix-ful cannot be used with which noun below to turn it into an adjective?
wisdom
beauty
success
plenty
wrath
20. Which of the following words has been formed with 'a' prefix?
amoral
amnesia
authentic
aspersions
ব্যাখ্যা: Hints: Moral শব্দের অর্থ নৈতিক, নীতিগত। Amoral শব্দের অর্থ অনৈতিক, অবৈধ। Moral শব্দের পূর্বে 'a' prefix বসে amoral শব্দটি গঠিত হয়েছে। Option-এর বাকি শব্দগুলো মৌলিক। Authentic- প্রামাণিক, খাঁটি, Amnesia- স্মৃতিভ্রম, আংশিক স্মৃতি হারানো ও Aspersions- কুৎসা, কটাক্ষ।