MCQ
161. Every driver must be held---his own actions.
responsible to
blamed for
liable to
responsible for
ব্যাখ্যা: Hints: Be held responsible for something অর্থ কোনো কিছুর জন্য কাউকে দোষী সাব্যস্ত করা। Responsible for যোগে বাক্যটির বাংলা প্রতিটি ড্রাইভারকে তার নিজ কর্মকাণ্ডের জন্য দায়ী করতে হবে।
162. He was accused---inciting others to revolt.
under
of
by
for
ব্যাখ্যা: Hints: Accuse somebody of doing something অর্থ কাউকে কোনো কিছুর জন্য অভিযুক্ত করা। Of যোগে বাক্যটির বাংলা: বিদ্রোহে উসকানি দেয়ার জন্য তাকে অভিযুক্ত করা হলো।
163. 'Amenable' শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?
with
to
after
for
ব্যাখ্যা: Hints: 'Amenable' শব্দের সাথে সঠিক prepositionটি হলো to amenable to অর্থ চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন।
164. He parted --- his friends in tears.
with
from
against
beside
ব্যাখ্যা: Hints: Part from somebody অর্থ কাউকে ত্যাগ করা। From যোগে বাক্যটির অর্থ: সে অশ্রুসিক্ত অবস্থায় বন্ধুদের ছেড়ে চলে গেল।
165. He is not interested-- - cycling.
in
with
for
at
ব্যাখ্যা: Hints: Interested in something অর্থ কোনো কিছুতে অনুরক্ত/ আসক্ত/ কৌতূহলী। সুতরাং শূন্যস্থানে in বসবে।
166. She prides herself---her beauty.
on
to
of
from
ব্যাখ্যা: Hints: Pride oneself on/upon something অর্থ কোনো কিছু নিয়ে গর্ব অহংকার বোধ প্রকৌশলী (সিভিল) ২০১৯ করা। On বসিয়ে বাক্যটির বাংলা: সে তার রূপ নিয়ে অহংকার বোধ করে।
167. She is named --- her grandmother
according
after
to
about
ব্যাখ্যা: Hints: Name after someone অর্থ কারো নামানুসারে নাম রাখা। সুতরাং শূন্যস্থানে after বসবে। After যোগে বাক্যটির বাংলা তার দাদীর নামানুসারে তার নাম রাখা হয়েছে।
168. The lady prides herself---her beauty.
in
of
about
upon
ব্যাখ্যা: Hints: 'Pride herself on/upon something অর্থ অহংকার বোধ করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।
169. I am quite --- home in Algebra.
at
for
in
of
ব্যাখ্যা: Hints: At home in something অর্থ কোনো বিষয়ে দক্ষ। At যোগে বাক্যটির বাংলা: বীজগণিতে আমি পুরাপুরি দক্ষ।
170. We should live---harmony---others.
with, to
in, with
in, include
to, with
ব্যাখ্যা: Hints: Live in harmony with somebody অর্থ কারো সাথে খাপ খাওয়ায়ে বসবাস করা। সুতরাং শূন্যস্থানে in, with বসবে।
171. The Ambassador called --the president.
in
on
at
none of them
ব্যাখ্যা: Hints: Call on/upon somebody অর্থ কারো সাথে সাক্ষাত করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।
172. He prohibited me---
to do it
do it
in doing it
from doing it
ব্যাখ্যা: Hints: Prohibit somebody from doing something অর্থ কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ/বারণ করা। সুতরাং শূন্যস্থানে from doing it বসবে।
173. He exchanged--- him his gramophone---a camera.
with, for
in, for
with, with
for, with
ব্যাখ্যা: Hints: Exchange with somebody অর্থ কারো সাথে বিনিময় করা। আর একটির বিনিময়ে আরেকটি বোঝাতে for preposition টি ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে with এবং for বসবে।
174. I have applied for the post of a Lecturer - --English.
for
at
of
in
ব্যাখ্যা: Hints: Subject-এর পূর্বে in prepositionটি ব্যবহৃত হয়। In যোগ বাক্যটির বাংলা: আমি ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন করেছি।
175. He succeeded by dint---hard work.
for
off
with
of
ব্যাখ্যা: Hints: By dint of something অর্থ কোনো কিছুর বলে বা সাহায্যে। By যোগে বাক্যের অর্থ কঠোর পরিশ্রমের বলে তিনি সফল হলেন।
176. She was blessed ---a son.
by
for
in
with
ব্যাখ্যা: Hints: Be blessed with something অর্থ কোনো কিছু দিয়ে আশীর্বাদপুষ্ট। সুতরাং শূন্যস্থানে with ব্যবহৃত হবে।
177. Opinion varies - --man---man.
from, to
between, and
in, to
from, of
ব্যাখ্যা: Hints: Vary from+noun + to + noun হলো সঠিক sequence. From ... to যোগে প্রদত্ত বাক্যটির অর্থ: মতামত ব্যক্তি থেকে ব্যক্তিতে তারতম্য ঘটে।
178. Nasim will discuss the issue with Rafiq- --phone.
in
over
by
on
ব্যাখ্যা: Hints: Phone-এর পূর্বে determiner the থাকলে over বসবে আর the না থাকলে by বসবে। By বসিয়ে বাক্যটির বাংলা: নাসিম রফিকের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করবে।
179. The teacher is popular--- his students.
between
to
with
of
ব্যাখ্যা: Hints: Be popular with somebody কারো কাছে জনপ্রিয় হওয়া। সুতরাং শূন্যস্থানে with হবে।
180. We should rely---our own efforts.
at
on
in
with
ব্যাখ্যা: Hints: Rely on something or somebody অর্থ কারো বা কোনো কিছুর উপর নির্ভর করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।