MCQ
21. 'শেষ প্রশ্ন'উপন্যাস কে লিখেছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ূন আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: তথ্য: শেষ প্রশ্ন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচন করেন
। উপন্যাসটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান
চরিত্রের নাম"কমল এছাড়াও দেবদাস, দত্তা, শুভদা, দেনাপাওনা, শেষের পরিচয়, পন্ডিত মশাই
ইত্যাদি
22. কোনটি শামসুর রহমানর কাব্য?
রৌদ্র করোটিতে
ছায়াহরিণ
রাখালী
সাঝের মায়া
ব্যাখ্যা: তথ্য: শামসুর রহমানের কাব্যের নাম রৌদ্র করোটিতে এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। রাখালী পল্লকবি জসীমুদ্দীনের প্রথম কাব্যস্থ। সাঝের মায়া বেগম সুফিয়া কামাল রচনা করেন।
23. 'মার্তণ্ড' শব্দের অর্থ কি?
সূর্য
মরুভূমি
চন্দ্র
আকাশ
ব্যাখ্যা: তথ্য: সূর্ধ রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাক্কর, মার্তগ, অংশ, প্রভাকর, কিরণমালী,
24. 'যদ্যপি' আমারা গুরু কার রচনা?
হুমায়ূন আহমেদ
আলাউদ্দিন আর আজাদ
আব্দুশ শাকুর
আহমদ ছফা
ব্যাখ্যা: তথ্য: যদ্যপি আমার গুরু বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতচারণমূলক গ্রন্থ ।দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো।
25. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৪
১৯৫৭
১৯৫৫
১৯৫৬
ব্যাখ্যা: তথ্য: বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বও ঢাকায় প্রতিষ্ঠিত
হয়। বাংলা ভাষা ও সাহিত্যেও চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দেলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর
সরকারি বাসভবন "বর্ধমান হাউজ"-এ এই একাডেমি সদও দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে"একটি "ভাষা আন্দোলন
জাদুঘর "আছে।
26. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
ব্যাখ্যা: তথ্য: আগডুম বাগডুম বাগধারার অর্থ অর্থহীন অসংলগ্ন কথা,
অপ্রয়োজনীয় বাক্য। যেমন বলা হয়-তোমরা আগডুম বাগডুম বন্ধ
করো, আসল কথা বলো।
27. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
ব্যাখ্যা: তথ্য: 'চাঁদ মুখের ব্যাসবাক্য হলো-চাঁদের মতো মুখ। চাঁদমুখ-এ চাঁদেও সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদেও আকারের সাথে নয়। তাই এটি রুপক কর্মধারয় সমাস।
28. কোন বানানটি শুদ্ধ?
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
ব্যাখ্যা: তথ্য: সঠিক বানান-বিভীষিকা। বিভীষিকা শব্দের অর্থ ভয়জনক দৃশ্য ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।