MCQ
21. কোন বানানটি শুদ্ধ?
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
22. 'শেষ প্রশ্ন'উপন্যাস কে লিখেছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ূন আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
23. 'যদ্যপি' আমারা গুরু কার রচনা?
হুমায়ূন আহমেদ
আলাউদ্দিন আর আজাদ
আব্দুশ শাকুর
আহমদ ছফা
24. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
25. 'মার্তণ্ড' শব্দের অর্থ কি?
সূর্য
মরুভূমি
চন্দ্র
আকাশ
26. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
27. কোনটি শামসুর রহমানর কাব্য?
রৌদ্র করোটিতে
ছায়াহরিণ
রাখালী
সাঝের মায়া
28. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৪
১৯৫৭
১৯৫৫
১৯৫৬