Image
MCQ
61. নৃপতি-
রাজা
স্বামী
নাপিত
মাতবর
কোনোটিই নয়
62. বদান্যতা-
ঔদার্য্য
ব্যথা
বদ মতলব
বাজে কাজ
63. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
পীড়াপিড়ি
পিড়াপিড়ি
পীড়াপীড়ি
পীড়াপিড়ী
কোনোটিই নয়
64. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
সমীরন
সমিরণ
সমিরন
সমীরণ
কোনোটি নয়
65. অভিপ্রেত
জটিল
অভিযুক্ত
ভয়ঙ্কর
আকাংক্ষিত
কোনোটিই নয়
66. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
তদানুসারে
তদানুসারে
তদনুসারে
তদনুসারে
67. কুহেলী-
কুয়াশা
রাত্রি
ঢেউ
চাদর
68. ব্যুৎপত্তি-
সম্পত্তি
দক্ষতা
ব্যাপকতা
ক্ষমতা
69. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
দুরাবস্থা
দূরাবস্থা
দুরবস্থা
দূরবস্থা
70. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
অনুবীক্ষণ
অণুবীক্ষণ
অনুবীক্ষন
অনুবিক্ষন
71. কদাকার
কাঁদা যুক্ত
বিশ্রী
অপলাপ
কম দরকারী
কোনোটিই নয়
72. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
আশ্বস্ত
আশ্বস্থ
আস্বস্ত
আস্বস্থ
কোনোটি নয়