Image
MCQ
20041. 'তৃষ্ণার্ত' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
তৃষ্ণা+আর্ত
তৃষ্ণা+ঋত
তৃষ্ণা+যর্ত
তৃষ্ণা+রিত
20042. 'স্বাধীন' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
কস+অধিন
শ+অধিন
স্ব+অধিন
স্ব+অধীন
20043. 'শীতার্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
শীত+আর্ত
শীতা+অর্ত
শীতা+র্ত
শীত+ঋত
20044. 'যদ্যপি' শব্দটির সন্ধি-বিচ্ছেদ
যদ+পি
যদি+অপি
যদ+অপি
যদ্য+অপি
20045. 'স্বাগত' এর সন্ধি-বিচ্ছেদ কী?
সু+আগত
সু+গত
স্বা+গত
সা+আগত
20046. 'দৈনিক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দৈ+এক
দৈ+নিক
দৈঃ+এক
দিন+এক
20047. সন্ধি-বিচ্ছেদ করুন: অর্ধেক =
আধা+এক
অর্ধ+এক
অর্ধে+ এক
অর্ধ+ ক
20048. 'জনৈক' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
জন+ঐক
জন+এক
জনে+এক
জন+অক
20049. ব্যর্থ' শব্দটির সন্ধি-বিচ্ছেদ হলো-
বি+আর্থ
ব্য+অর্থ
বি+অর্থ
ব্যা+অর্থ
20050. 'প্রত্যুষ' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
প্রত্য+উষ
প্রত্য+ঊষ
প্রতি+উষ
প্রতি+ঊষ
20051. 'পর্যালোচনা' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ-
পর্য+আলোচনা
পরি+আলোচনা
পর্যা+লোচনা
পর্যা+আলোচনা
20052. 'তন্বী' শব্দের কোনটি সঠিক সন্ধি-বিচ্ছেদ?
তন্ব+ঈ
তন্ব+ই
তনু+ই
তনু+ঈ
20053. অতি+অধিক =
অত্যাধিক
অত্যোধিক
অত্যধিক
ওত্যোধিক
20054. 'বদ্যুৎসব' শব্দটির সন্ধি-বিচ্ছেদ করলে পাই-
বন্ধ্যু+উৎসব
বদ্যুৎ+সব
বহ্ন্য+উৎসব
বহ্নি+উৎসব
20055. সন্ধি-বিচ্ছেদ করুন: ইত্যাদি।
ইতি+দি
ইতি+আদি
ইত+তাদি
ইতি+অদি
20056. 'অত্যন্ত' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
অতি+অন্ত
অতী+অন্ত
অতৎ+অন্ত
অত+অন্ত
20057. কোনটি 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ?
ক্ষুৎ+আর্ত
ক্ষুধা+আর্ত
ক্ষুধা+ঋত
ক্ষুধ+আর্ত
20058. 'অত্যধিক' এর সন্ধি-বিচ্ছেদ করুন:
অতি+ধিক
অত্যা+অধিক
অতি+অধিক
অ+তাধিক
20059. 'জলৌকা' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
জল+একা
জলো+ঐকা
জল+ওকা
জল+ঔকা
20060. 'শুভেচ্ছা'র সন্ধি-বিচ্ছেদ-
শু+বেচ্ছা
শুভ+ইচ্ছা
শুভ+চ্ছা
শু+ইচ্ছা