Image
MCQ
20661. 'ভাঁড়ুদত্ত' কোন কাব্যের চরিত্র?
চণ্ডীমঙ্গল
শ্রীকৃষ্ণকীর্তন
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
20662. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
লালসালু
পদ্মা নদীর মাঝি
রাইফেল রোটি আওরাত
জননী
20663. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
একাত্তর কথা কয়
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়
20664. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
জননী
দেয়াল
ঘরে-বাইরে
সংশপ্তক
20665. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের 'বড়ায়ি' কি ধরনের চরিত্র?
শ্রী রাধার ননদিনী
শ্রী রাধার শাশুড়ি
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
জনৈক গোপবালা
20666. 'রোহিণী' কোন উপন্যাসের নায়িকা?
চরিত্রহীন
গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল
সংশপ্তক
20667. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
ফেরারী সূর্য
নীল দংশন
দেয়াল
যে অরণ্যে আলো নেই
20668. 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
আলালের ঘরের দুলাল
একেই কি বলে সভ্যতা
নববাবুবিলাস
সধবার একাদশী
20669. 'মনসামঙ্গল' কাব্যের চরিত্র-
ফুল্লরা
বেহুলা, লখিন্দর
রাজা হরিশ্চন্দ্র
কালকেতু
20670. 'রোহিণী-বিনোদিনী-কিরণময়ী' কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
20671. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
সধবার একাদশী
হুতোম প্যাঁচার নকশা
আলালের ঘরের দুলাল
20672. 'বেহুলা' চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
মনসামঙ্গল
20673. 'কপালকুণ্ডলা' উপন্যাসের নায়কের নাম কী?
শাহাজাদা সেলিম
আওরঙ্গজেব
চন্দ্রশেখর
নবকুমার
20674. 'নদের চাঁদ' কোন পালাগানের চরিত্র?
মালুয়া
দেওয়ানা মদিনা
মহুয়া
কাজল রেখা
20675. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো-
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
স্বৈরাচার বিরোধী আন্দোলন
ছাত্র আন্দোলন
20676. 'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
20677. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
নেকড়ে অরণ্য
চিলেকোঠার সেপাই
কাঁটাতারে প্রজাপতি
আরেক ফাল্গুন
20678. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
কাঁটাতারে প্রজাপতি
জাহান্নাম হইতে বিদায়
আর্তনাদ
20679. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
কিত্তনখোলা
কবর
পায়ের আওয়াজ পাওয়া যায়
নীলদর্পণ
20680. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মা' রচনা করেন-
হুমায়ূন আহমেদ
হুমায়ুন আজাদ
সৈয়দ শামসুল হক
আনিসুল হক