MCQ
21721. 'রাজিব বাংলা ব্যাকরণে ভালো' বাংলা ব্যাকরণে কোন কারক?
অপাদান
অধিকরণ
সম্প্রদান
কর্মকারক
21722. "নৌকায় নদী পার হলাম" নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
অধিকরণে ৫মী
করণে ৭মী
সম্প্রদানে ৪র্থী
21723. 'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।'- আমাকে কোন কারক?
কর্মকারক
কর্তৃকারক
অধিকরণ কারক
সম্প্রদান কারক
21724. 'জ্ঞানে বিমল আনন্দ হয়।' জ্ঞানে কোন কারক?
করণ
অধিকরণ
অপাদান
কর্ম
21725. অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
অর্থ অনর্থ ঘটায়
এ মেঘে বৃষ্টি হয় না
বাবাকে বড্ড ভয় পাই
পাপে বিরত হও
21726. . 'অণুতে গঠিত হিমাচল' অণুতে কোন কারকে কোন বিভক্তি ?
করণে সপ্তমী
কর্তায় সপ্তমী
অপাদানে শূন্য
অধিকরণে সপ্তমী
21727. 'দেশের জন্য সেবা কর'- 'দেশের' কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে ষষ্ঠী
কর্মে শূন্য
সম্পদ্রানে ষষ্ঠী
21728. . ফুলের গন্ধে ঘুম আসেনা। ফুলের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৬ষ্ঠী
অপাদানে ১মা
কর্মে ৬ষ্ঠী
কর্তায় ৬ষ্ঠী
21729. এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"- বাক্যটিতে ১৭তম শিক্ষক 'স্বাধীনতার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
নিমিত্তার্থে ষষ্ঠী
সম্প্রদানে ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
করণে ষষ্ঠী
21730. নিজের চেষ্টায় বড় হও। 'চেষ্টায়' কোন কারক?
অপাদান কারক
কর্তৃকারক
অধিকরণ কারক
করণ কারক
21731. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
করণ কারক
অপাদান কারক
সম্প্রদান কারক
অধিকরণ কারক
21732. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। 'তখনকার' শব্দটি কোন কারক?
অপাদান কারক
কর্তা কারক
করণ কারক
সম্বন্ধ কারক
21733. 'দুধ থেকে দই হয়' এখানে 'দুধ থেকে' কোন অর্থে অপাদান কারক?
জাত
গৃহীত
আরম্ভ
রক্ষিত
21734. 'এ যুদ্ধে বাঁধা দিও না' যুদ্ধে কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
অধিকরণে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
21735. 'নদীতে মাছ আছে।'- এখানে 'নদীতে' কোন কারক?
কর্ম
অপাদান
করণ
অধিকরণ
21736. 'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
কর্তায় সপ্তমী
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
21737. অর্থ অনর্থ ঘটায়। 'অনর্থ' কোন কারক?
অধিকরণ কারক
করণ কারক
কর্তৃকারক
কর্মকারক
21738. 'এ পেন্সিলে ভালো লেখা হয়।' এ বাক্যে 'পেন্সিলে' কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
কর্মে ৭মী
করণে ৭মী
21739. 'গাছ থেকে ফল পড়ে' কোন কারক?
অপাদান
অধিকরণ
করণ
সম্প্রদান
21740. 'ঘোড়া গাড়ি টানে' গাড়ি কোন কারক?
কর্তৃকারক
অপাদান কারক
কর্মকারক
অধিকরণ কারক