Image
MCQ
21781. 'পুকুরে মাছ আছে' বাক্যে 'পুকুরে' কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে পঞ্চমী
অধিকরণে সপ্তমী
করণে সপ্তমী
কর্তায় সপ্তমী
21782. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে-
কর্মকারক
কর্তৃকারক
করণ কারক
অপাদান কারক
21783. 'আলোয় আঁধার কাটে' বাক্যে নিম্নরেখ আলোয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
কর্তায় ৭মী
21784. 'শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।' এই বাক্যে 'গোঁফে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?।
করণে সপ্তমী
সম্প্রদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
কর্মে সপ্তমী
21785. 'জগতে কীর্তিমান হও সাধনায় ' বাক্যে নিম্নরেখ সাধনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
অধিকরণে ৭মী
কর্মে ২য়া
করণে ৭মী
21786. 'আলোয় আঁধার দূর হয়' বাক্যে 'আলোয়' শব্দটি কোন কারকের উদাহরণ?
অপাদান
করণ
সম্প্রদান
অধিকরণ
21787. 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' এ বাক্যে 'মধুতে' কোন কারক?
কর্মে সপ্তমী
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
21788. 'দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে।' এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় দ্বিতীয়া
করণে দ্বিতীয়া
অধিকরণে দ্বিতীয়া
কর্মকারকে দ্বিতীয়া
21789. 'এ সাবানে কাপড় কাচা চলবে না' এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় প্রথমা
কর্মে সপ্তমী
করণে প্রথমা
করণে সপ্তমী
21790. 'গুণহীনে ত্যাগ কর' বাক্যে নিম্নরেখ গুণহীনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
অধিকরণে ৭মী
সম্প্রদানে ৭মী
অপাদানে ৭মী
21791. পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে'- বাক্যে 'জল' কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ৭মী
কর্মকারকে শূন্য
কর্তৃকারকে শূন্য
করণ কারকে শূন্য
21792. 'তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে'- এখানে 'জলে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
কর্মে শূন্য
কর্মে সপ্তমী
করণে সপ্তমী
অধিকরণে সপ্তমী
21793. 'আমার ভাত খাওয়া হইলো না।' ভাত কোন কারকে কোন বিভক্তি?
সম্প্রদানে শূন্য
কর্মে সপ্তমী
করণে শূন্য
কর্মে শূন্য
21794. 'কালির দাগ দাও' বাক্যে নিম্নরেখ 'কালির শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে শূন্য
অপাদানে শূন্য
করণে ষষ্ঠী
কর্মে ২য়া
21795. 'চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে'- এখানে 'চণ্ডালে' কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ২য়া
কর্মে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ২য়া
21796. বুদ্ধি খাটিয়ে কাজ কর- ‘বুদ্ধি ’কোন কারকে কোন বিভক্তি?
করণে শূন্য
কর্মে শূন্য
করণে দ্বিতীয়া
কর্তায় শূন্য
21797. 'ফুলে ফুলে ঘর ভরেছে' 'ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি?
কর্মে প্রথমা
অপাদানে সপ্তমী
করণে সপ্তমী
করণে শূন্য
21798. 'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' বাক্যটিতে 'চিনিপাতা' কোন কারক?
অধিকরণ
করণ
অপাদান
কর্ম
21799. 'আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়' বাক্যে 'ছলনে' কোন কারকে কোন বিভক্তি? ।
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
কর্মে সপ্তমী
21800. 'কথা নয়, কাজে পরিচয়।' নিম্নেরেখ কাজে পদটির কারক কোনটি?
অধিকরণ
করণ
কর্ম
অপাদান