MCQ
21881. যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
কবিজ্ঞপ্তি
উপসর্গ
অনুজ্ঞা
কারক
21882. 'মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কারকে কোন বিভক্তি?
কর্তা কারকে সপ্তমী
কর্মকারকে শূন্য
কর্তা কারকে শূন্য
করণ কারকে শূন্য
21883. 'এমন ছেলে আর দেখিনি' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
21884. 'খালেদ বই পড়ে' বাক্যে নিম্নরেখ বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
করণে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
21885. 'লোকে কিনা বলে'- বাক্যের 'লোক' শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত আছে
-এ
-কে
-যে
-তে
21886. বিভক্তি প্রধানত কত প্রকার?
২ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
21887. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার?
২
৩
৪
৬
21888. 'অর্থ অনর্থ ঘটায়' অর্থ এর কারক ও বিভক্তি কী?
কর্মে শূন্য
করণে ২য়া
অপাদানে ২য়া
কর্তায় শূন্য
21889. 'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
21890. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
কারক
প্রকৃতি
সন্ধি
সমাস
21891. 'রেখো মা দাসেরে মনে।' বাক্যে নিম্নরেখ দাসেরে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে ২য়া
কর্মে ২য়া
অপাদানে ৩য়া
অধিকরণে ২য়া
21892. 'জল পড়ে, পাতা নড়ে' নিম্নরেখ'জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
অপাদানে শূন্য
কর্মে শূন্য
করণে শূন্য
21893. ক্রিয়ার বিষয়কে কি বলে?
কর্ম
পদ
সমাস
করণ
21894. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে?
পাগলে কি না বলে
বনে বাঘ থাকে
অন্ধজনে দেহ আলো
ফুলে ফুলে বাগান ভারা
21895. 'আমি বই পড়ি' বাক্যে নিম্নরেখ বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ১মা
কর্মে শূন্য
অপাদানে ১মা
অধিকরণে ৫মী
21896. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
কর্তৃকারক
সম্প্রদান কারক
করণ কারক
কর্মকারক
21897. নিচের কোনটি বিভক্তি নয়?
দ্বারা
থেকে
চেয়ে
পর্যন্ত
21898. 'আমাকে যেতে হবে' বাক্যে নিম্নরেখ আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
কর্তৃকারকে দ্বিতীয়া
করণে দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
21899. 'শুক্রবার স্কুল বন্ধ' বাক্যে নিম্নরেখ স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
21900. গগণে গরজে মেঘ। 'মেঘ' কোন কারক?
কর্মকারক
কর্তৃকারক
করণ কারক
অপাদান কারক