Image
MCQ
21841. 'সাদা মেঘে বৃষ্টি হয় না' এখানে 'মেঘে' কোন কারক?
অধিকরণ কারক
অপাদান কারক
কর্মকারক
সম্প্রদান কারক
21842. 'বেলা যে পড়ে এলো জলকে চল।' ‘জলকে ’কোন কারকে কোন বিভক্তি?
করণে ৭মী
নিমিত্তার্থে ৪র্থী
কর্মে ২য়া
সম্প্রদানে ৪র্থী
21843. 'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।' বাক্যে নিম্নরেখ বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে যষ্ঠী
অপাদানে সপ্তমী
কর্মে ষষ্ঠী
করণে শূন্য
21844. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
কালির দাগ সহজে ওঠে না
বুদ্ধি খাটিয়ে কাজ কর
দুধ থেকে দই হয়
এ বছর খুব বন্যা হয়েছে
21845. 'তাহলে তুমি লাঠি খেলতে জান না' এখানে 'লাঠি' কোন কারক ও বিভক্তি?
কর্তায় তৃতীয়া
করণে তৃতীয়া
কর্মে প্রথমা
করণে প্রথমা
21846. 'ছাত্ররা বল খেলে' বাক্যে নিম্নরেখ বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে পঞ্চমী
সম্প্রদানে শূন্য
21847. 'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন।' বাক্যে নিম্নরেখ পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মকারকে দ্বিতীয়া
করণ কারকে ষষ্ঠী
অপাদান কারকে ষষ্ঠী
অধিকরণ কারকে ষষ্ঠী
21848. অল্প শোকে কাতর- বাক্যে নিম্নরেখ শোকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ২য়া
করণ কারকে ৭মী
অপাদান কারকে ৭মী
অধিকরণ কারকে ৭মী
21849. 'টাকায় টাকা হয়' বাক্যে নিম্নরেখ 'টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
অপাদানে ৭মী
করণে ৭মী
অধিকরণে ৭মী
21850. 'টাকায় কি না হয়' বাক্যে নিম্নরেখ টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৭মী
করণে ৭মী
কর্মে শূন্য
কর্তায় ২য়া
21851. 'সব ঝিনুকে মুক্তা মিলে না' বাক্যে নিম্নরেখ ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
21852. 'সেখানে বাঘের ভয় নেই' বাক্যে নিম্নরেখ বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৬ষ্ঠী
কর্তৃকারকে ৬ষ্ঠী
অপাদানে ৬ষ্ঠী
অধিকরণে ৬ষ্ঠী
21853. 'গাড়ী স্টেশন ছাড়ল' বাক্যে স্টেশন কোন বিভক্তি?
অপাদানে ৫মী
অপাদানে শূন্য
কর্মে শূন্য
অধিকরণে শূন্য
21854. 'লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল।' বাক্যে নিম্নরেখ লাঠির শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ষষ্ঠী
কর্মকারকে ষষ্ঠী
করণ কারকে ষষ্ঠী
অপাদান কারকে ষষ্ঠী
21855. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' বাক্যে নিম্নরেখ রাঘবে?শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
অপাদানে ৭মী
কর্মে ২য়া
করণে ৭মী
21856. পরাজয়ে ডরে না বীর। পরাজয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ২য়া
করণে ৭মী
অপাদানে ৫মী
অপাদানে ৭মী
21857. 'তিনি চোখে দেখেন না' বাক্যে 'চোখে' কোন কারক?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক
21858. 'তার চোখ দিয়ে পানি পড়ে' বাক্যে নিম্নরেখ চোখ দিয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৩য়া
অপাদানে ৩য়া
করণে ৩য়া
অধিকরণে ৩য়া
21859. 'টাকায় অসাধ্য সাধন হয়' বাক্যে নিম্নরেখ 'টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মকারকে সপ্তমী
করণ কারকে সপ্তমী
অধিকরণ কারকে সপ্তমী
অপাদান কারকে সপ্তমী
21860. 'নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।' বাক্যে নিম্নরেখ রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
অপাদানে শূন্য
করণে শূন্য
সম্প্রদানে শূন্য