MCQ
21821. 'বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা' বাক্যে নিম্নরেখ বিপদে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
অপাদানে পঞ্চমী
কর্তায় শূন্য
21822. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
বিভক্তি
প্রত্যয়
কারক
অনুসর্গ
21823. কারক ও বিভক্তি নির্ণয় করুন: 'কাননে কুসুমকলি সকলি ফুটিল'। কুসুমকলি কোন কারক ও বিভক্তি?
কর্তায় শূন্য
করণে দ্বিতীয়া
কর্মে শূন্য
অপাদানে দ্বিতীয়া
21824. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
অন্ধজনে বন্ধ ঘরে, দিবা রাত্রি কষ্ট করে
ঘর ভরেছে অন্ধজনে
অন্ধজনে দেহ আলো
হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
21825. 'ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে' 'ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
করণে শূন্য
করণে ৭মী
অধিকরণে শূন্য
21826. 'শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
অপাদানে শূন্য
কর্মে শূন্য
অধিকরণে শূন্য
21827. 'রূপার চেয়ে সোনার দাম বেশি'। স্ফীত হরফের সোনার শব্দটি যে কারকের দৃষ্টান্ত-
কর্ম
করণ
কর্তৃ
অধিকরণ
21828. 'টাকায় সবই হয়' এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
কর্মে দ্বিতীয়া
সম্প্রদানে সপ্তমী
অপাদানে সপ্তমী
করণে সপ্তমী
21829. কোনটি কর্মকারকে শূন্য বিভক্তি?
ডাক্তার ডাক
লোক মুখে শোনা
বিপদে যেন না করি ভয়
জলকে চল
21830. 'আমার যাওয়া হয়নি'- 'আমার' কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় ষষ্ঠী
কর্তায় শূন্য
কর্মে ষষ্ঠী
21831. 'রাজায় রাজায় লড়াই করছে'- এ বাক্যে 'রাজায় রাজায় কী?
প্রযোজক কর্তা
ব্যতিহার কর্তা
মুখ্য কর্তা
ণিজন্ত কর্তা
21832. 'জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।' এখানে 'জেলে' কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ৭মী বিভক্তি
কর্তৃকারকে ১মা বিভক্তি
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
কর্মকারকে ১মা বিভক্তি
21833. 'টাকায় টাকা আনে'- এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ৭মী
কর্মকারকে ৭মী
অপাদানে ৭মী
করণ কারকে ৭মী
21834. কারক কয় প্রকার?
৫ প্রকার
৩ প্রকার
৬ প্রকার
৭ প্রকার
21835. 'দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে' এ বাক্যে 'দেবতার' পদটি-
সম্প্রদানে ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
সম্বন্ধে ষষ্ঠী
কর্তায় যষ্ঠী
21836. করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি সঠিক?
ছাত্ররা বল খেলে
ডাক্তার ডাক
হামিদ বই পড়ে
বৃষ্টি পড়ে
21837. 'কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা'- এখানে 'কাব্য' এর কারক বিভক্তি কোনটি?
কর্মে শূন্য
অধিকরণে শূন্য
করণে শূন্য
কর্তায় শূন্য
21838. 'হেলায় সুযোগ হারিও না' বাক্যে নিম্নরেখ হেলায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৭মী
কর্মকারকে ৭মী
করণে ৭মী
অধিকরণে ৭মী
21839. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
ছেলেরা ফুটবল খেলছে
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
মুষলধারে বৃষ্টি পড়ছে
21840. 'গৃহহীন চিরদিন থাকে পরাধীন।' নিম্নরেখ 'গৃহহীন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে শূন্য
করণে শূন্য
কর্মকারকে শূন্য
অপাদানে শূন্য