Image
MCQ
22001. Agora' শব্দের বাংলা পরিভাষা-
পণ্য
পণ্যাগার
মুদি
মুদিখানা
22002. Biography' শব্দটির অর্থ কী?
প্রন্থনির্দেশিকা
কড়চা
বিবরণ
আলোচনা
22003. সমার্থক শব্দ ব্যবহার করলে-
শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
শব্দার্থ পরিবর্তিত হয়
শব্দার্থের অবনতি ঘটে
শব্দ ভাণ্ডার হ্রাস পায়
22004. Manifesto' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
প্রস্তাব
প্রজ্ঞাপন
ইশতেহার
বিজ্ঞাপন
22005. 'Notification'-এর বাংলা পরিভাষা কোনটি?
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি ফলক
প্রজ্ঞাপন
22006. Graphic' এর বাংলা পরিভাষা কী?
নকশা
রৈখিক
খসড়া
অঙ্কন
22007. 'অন্ধকার'এর সমার্থক শব্দ নয়
তিমির
অমানিশা
আঁধার
কাজল
22008. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো-
জনাকীর্ণ
জনহীন
নির্জন
জনশূন্য
22009. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের-
অর্থ পরিবর্তিত হয়
অর্থের অবনতি ঘটে
সৌন্দর্য বৃদ্ধি পায়
সৌন্দর্য হ্রাস পায়
22010. অনুকম্পা' শব্দের ইংরেজি কোনটি?
Clemency
Enthral
Erudition
Fathom
22011. Attested' শব্দের বাংলা পরিভাষা কী?
প্রত্যায়িত
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যয়িত
22012. Vivid' শব্দের বঙ্গানুবাদ কোনটি?
বিবিধ
প্রাণবন্ত
বিস্তৃত
ব্যাপ্ত
22013. 'Editor' শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
সম্পাদকীয়
সম্পাদক
নির্বাচক
সাংবাদিক
22014. 'অনুলোপ' এর বিপরীত শব্দ কোনটি?
অভিলোপ
সুলোপ
প্রতিলোপ
বিলোপ
22015. Plagiarism' এর বাংলা প্রতিশব্দ কোনটি?
বেতনবৃত্তি
প্রতক্ষবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি
22016. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
পাবক
তমসা
ধারাপাত
মনোজ
22017. 'তিমির' শব্দের অর্থ কী?
কালো
সন্ধ্যা
কুশ্রী
অন্ধকার
22018. Dialect' এর পরিভাষা কোনটি-
দোভাষা
স্থানীয় ভাষা
গ্রাম্য ভাষা
উপভাষা
22019. 'Galaxy' শব্দের বাংলা পরিভাষা-
গ্রহাণু
নক্ষত্রবিথী (ছায়াপথ)
তারাপুঞ্জ
নীহারিকা
22020. 'Township' এর বাংলা পরিভাষা কী?
শহর
নগরায়ণ
নগরবিদ্যা
উপশহর