Image
MCQ
22301. ধাতুর অপর নাম কী?
প্রকৃতি
ক্রিয়া প্রকৃতি
নাম প্রকৃতি
শব্দ প্রকৃতি
22302. 'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
√দর্শন + ইয়
√দৃশ্য + নীয়
√দৃশ্ + অনীয়
দর্শন + ঈয়
22303. কোনটি নাম ধাতু?
নাচা
পড়া
হাতা
করা
22304. ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
ধাতু
অনুসর্গ
উপসর্গ
প্রত্যয়
22305. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে-
তদ্ধিতান্ত শব্দ
কৃদন্ত শব্দ
তদ্ধিত প্রত্যয়
প্রাতিপদিক শব্দ
22306. 'গমন' শব্দের মূল ধাতু কোনটি?
গতি
গম্য
গত
গম্
22307. 'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে?
যোগ্যতা
বাহুল্য দোষ
উদ্দেশ্য
আকাঙ্ক্ষা
22308. কৃৎ প্রত্যয় কাকে বলে?
শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
উপসর্গের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে
অর্থের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
22309. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
দুল্+না
দোল্+না
দোলনা+আ
√দুল্ + অনা
22310. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ধাতু প্রত্যয়
কৃৎ প্রত্যয়
শব্দ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
22311. 'ষ্ণ' প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?
ইং
বৃদ্ধি
গম
আগম
22312. 'গায়ক' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
√গিঃ+অক
√গৈঃ+ণক
√গায়+নক
√গৈ+অক
22313. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
উপপদ
প্রাতিপদিক
প্রপদ
পূর্বপদ
22314. 'যাচঞা' এর ধাতু অংশ হলো-
√যাচ্
√যা
√যাঞ
√যাচা
22315. নিচের কোনটি বাংলা 'ধাতু'র দৃষ্টান্ত?
কহ
বুধ
কথ
গঠ
22316. কোনটি সাধিত ধাতু?
পড়
রাখা
কাটা
পড়া
22317. প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান?
ক্রিয়াবাচক শব্দ
নামবাচক শব্দ
বিশেষণবাচক শব্দ
সর্বনামবাচক শব্দ
22318. কাঁদ্+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
কৃৎ প্রত্যয়
প্রাতিপদিক
তদ্ধিত প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
22319. 'উক্তি' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
√উক+তি
√বচ্+ক্তি
√উচ্+ক্তি
√বচ্+তি
22320. বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে-
মৌলিক ধাতু
নাম ধাতু
সংযোগমূলক ধাতু
প্রযোজক ধাতু