Image
MCQ
22921. 'জমানো' শব্দটির সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
জমান+ও
জমা+নো
জমা+ন
জমা-আনো
22922. 'তৃষ্ণার্ত' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
তৃষ্ণা+আর্ত
তৃষ্ণা+ঋত
তৃষ্ণা+যর্ত
তৃষ্ণা+রিত
22923. 'শশাঙ্ক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
শশ+অঙ্ক
শস+অঙ্ক
শশা+অঙ্ক
শম+অঙ্ক
22924. 'দৈনিক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দৈ+এক
দৈ+নিক
দৈঃ+এক
দিন+এক
22925. 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দ্বীপ+আয়ন
দ্বীপ+অয়ন
দ্বিপ+অনট
দ্বীপ+অনট
22926. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ণিজন্ত
অহরহ
বিদ্যালয়
দুঃশ্চিন্তা
22927. 'রবীন্দ্র' এর সন্ধি-বিচ্ছেদ কী?
রবী+ন্দ্র
রবি+ঈন্দ্র
রবি+ইন্দ্র
রব+ইন্দ্র
22928. সন্ধি-বিচ্ছেদ কর:
উপরি+উপরি
উপর্য+পরি
উপ+যুপরি
উপ+উপরি
22929. উপরিউক্ত মিলে কোন শব্দ গঠিত হয়?
উপরিক্ত
উপর্যুক্ত
উপরুক্ত
উপরোক্ত
22930. নিচের কোন সন্ধি-বিচ্ছেদটি সঠিক নয়?
মহা+ঋষি = মহর্ষি
শীত+ঋত = শীতার্ত
যথা+এষ্ট = যথেষ্ট
যথা+উচিত= যথোচিত
22931. 'সতীশ' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সতি+ইশ
সতীশ+অ
সতি+ঈশ
সতী+ঈশ
22932. 'অত্যধিক' এর সন্ধি-বিচ্ছেদ করুন:
অতি+ধিক
অত্যা+অধিক
অতি+অধিক
অ+তাধিক
22933. 'জনৈক' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
জন+ঐক
জন+এক
জনে+এক
জন+অক
22934. 'সুধীন্দ্র' এর সন্ধি-বিচ্ছেদ কী?
সুধি+ইন্দ্র
সুধী+ইন্দ্র
সুধী+ঈন্দ্র
সুধ+ইন্দ্র
22935. 'ঢাকা+ঈশ্বরী = ঢাকেশ্বরী' কোন নিয়মে সন্ধি হয়েছে?
আ+ঈ = এ
আ+ই = এ
অ+ঈ = এ
অ+ই = এ
22936. 'শুভেচ্ছা'র সন্ধি-বিচ্ছেদ-
শু+বেচ্ছা
শুভ+ইচ্ছা
শুভ+চ্ছা
শু+ইচ্ছা
22937. 'শীতার্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
শীত+আর্ত
শীতা+অর্ত
শীতা+র্ত
শীত+ঋত
22938. 'পরীক্ষা' সন্ধি-বিচ্ছেদ কি হবে?
পরী+ঈক্ষা
পরি+ইক্ষা
পরী+ইক্ষা
পরি+ঈক্ষা
22939. 'জলৌকা' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
জল+একা
জলো+ঐকা
জল+ওকা
জল+ঔকা
22940. কোনটি 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ?
ক্ষুৎ+আর্ত
ক্ষুধা+আর্ত
ক্ষুধা+ঋত
ক্ষুধ+আর্ত