MCQ
22961. কোনটি শুদ্ধ বানান?
প্রেরন
ধরন
গ্রহন
ধারনা
22962. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
কর্ণেল
খ্রিষ্টাব্দ
চক্ষুষ্মান
বিপণী
22963. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনও 'ণ' হয় না?।
ক-বর্গ
চ-বর্ণ
প-বর্গ
ত-বর্গ
22964. ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
পুরণো
গ্রহণ
নিরূপণ
রূপায়ণ
22965. নিচের যে শব্দে ভুলভাবে ণ-ত্ব বিধান প্রয়োগ করা হয়েছে-
বক্ষমাণ
আবর্তণ
প্রণয়
আপণ
22966. কোনটি শুদ্ধ বানান?
গননা
গণণা
গনণা
গণনা
22967. কোনটি শুদ্ধ বানান?
নির্নিমেষ
ণির্নিমেষ
নিণিমেষ
ণির্ণিমেষ
22968. কোন বানানটি শুদ্ধ?
পুণ্য
পূণ্য
মাণ্য
শুণ্য
22969. নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' হয়েছে?
বক্ষমাণ
পরিবহণ
স্থাণু
উত্তরায়ন
22970. বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ?
গভর্ণর
গভর্নর
গবর্ণর
ত্রিহায়ণ
22971. নিচের কোন শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য-ণ হয়?
ঘণ্টা
গ্রহণ
কাগু
নিপুণ
22972. নিচের কোন বানানটি অশুদ্ধ?
বাণী
শূণ্য
অরণ্য
লবণ
22973. খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না?
স
ণ
ন
ষ
22974. নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
মাণিক্য
ক্রন্দণ
গণ
চাণক্য
22975. ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
পূর্বাহ্ণ
অপরাহ্ন
মধ্যাহ
সায়াহ
22976. কোন বানানটি শুদ্ধ?
সুদণ
শুদন
সূদন
শূদণ
22977. কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য-ণ হবে না?
তৎসম
তদ্ভব
বিদেশি
আঞ্চলিক
22978. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য-ণ বসেছে?
বণিক
রোপণ
পরিমাণ
নিপুণ
22979. 'মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?
'ম' বর্ণের পরে 'ণ' হয়
'ক' বর্ণ এবং 'ম' বর্ণের মাঝে 'ণ'হয়
'ক' বর্ণের পূর্বে 'ণ' হয়
স্বভাবতই 'ণ' হয়
22980. কোন বানানটি শুদ্ধ?
চানক্য
চানোক্য
চাণক্য
চাণোক্য