Image
MCQ
22881. যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে-
স্বরসন্ধি
ব্যঞ্জন সন্ধি
নিপাতনে সিদ্ধ সন্ধি
বিসর্গ সন্ধি
22882. 'প্রৌঢ়' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
প্র+উঢ়
প্র+উড়
প্রঃ+উঢ়
প্রো+উঢ়
22883. 'অতীত' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
অতি+ইত
অতী+ত
অত+ইত
অত+ঈত
22884. 'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি?
মহ+আর্ষি
মহা+ঋষি
মহা+অর্ষি
মহো+ঋষি
22885. 'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দৃষ্টি+অন্ত
দৃষ্টি+আন্ত
দৃষ্টি+আনন্ত
দৃষ্টি+অনন্ত
22886. 'গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
গিত+অঞ্জলি
গীত+অঞ্জলি
গীত+আঞ্জলি
গীতা+অঞ্জলি
22887. 'শুদ্ধোদন' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
শুদ্ধ+উদন
শুদ্ধ-উদন
শুদ্ধ+ওদন
শুদ্+উদন
22888. 'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
মহ+ওষধি
মহা+ওষধি
মহ+ঔষধি
মহা+ঔষধি
22889. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
উপরের কোনোটিই নয়
22890. 'পশ্বাধম' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
পশু+অধম
পশ্ম+অধম
পশ+ধম
পশু+ধম
22891. সন্ধির নিয়মানুসারে ঈ+অ = ?
য্+অ
য্+ আ
আ+য্
অ+য্
22892. কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?
যদ্যপি
লবণ
গবাক্ষ
সংসার
22893. . 'নবোঢ়া' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
নব+উঢ়া
নবঃ+উঢ়া
নবো+উঢ়া
নব+উয়া
22894. জাতি+অভিমান =
জাত্যাভিমান
জাত্যভিমান
জাতিভিমান
জাতভিমান
22895. নিচের কোনটি 'অন্বেষণ' শব্দের সন্ধিবিচ্ছেদ?
অণু+এষণ
অনু+এষণ
অণু+এষন
অনু+এষন
22896. সন্ধি বিচ্ছেদ করুন:
সূর্য+দয়
সূর্য+উদয়
সূর্যো+দয়
কোনাটিই না
22897. কোনটি শুদ্ধ?
কমরু+উদ্যান = মরুদ্যান
পরি+ইক্ষা = পরীক্ষা
গঙ্গা+উমি = গঙ্গোর্মি
প্রতি+উষ প্রত্যুষ উ.গ
22898. বাংলা সন্ধি কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
22899. 'ইত্যাকার' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ইতি+আকার
ইত্যা+কার
ইতি+কার
ইত+আকার
22900. সন্ধি-বিচ্ছেদ করুন 'পনির'-
পনি+এর
পনি+ও
পন+ইর
পন+ই+ও