23130. He is walking….. a corner store.
ব্যাখ্যা: শূন্যস্থানে in বসবে। In বসিয়ে বাংলা হবে: সে corner store-এ হাঁটাহাঁটি করছে। কোনো স্থানের মাঝে বোঝাতে পূর্বে in বসে। তাছাড়া walk into অর্থ খুশি হয়ে যাওয়া; ইচ্ছা করে কোনোকিছুর সম্মুখীন হওয়া। Walk for বলে কোনো phrasal verb নেই আর walk over অর্থ অনায়াসে হারানো।