EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
23281. Microscopes make small things appear larger than(Choose the word/phrase that best completes the sentence)
really are
are really
are they really
they really are
23282. The more we-- mathematical problems---
Solve-- the less we feel shaky
do not solve ----the more we get clever
solve ---the less we get clever
solved ---the more we feel shaky
ব্যাখ্যা: Hints: সমানুপাতিক বৃদ্ধি বা হাস প্রকাশ করতে the + adjective-এর comparative degree + clause+the+ adjective-এর comparative degree + clause হয়। বাক্যের অর্থ বিচারে (খ), (গ) এবং tense sequence অনুযায়ী (ঘ) অপশন সঠিক নয়। প্রশ্নোক্ত বাক্যের শূন্যস্থানে solve the less we feel shaky বসালে tense sequence এবং অর্থ বিচারে বাক্যটি সঠিক হয়।
23283. What is the superlative degree of the word 'evil'?
most evil
worst
bad
none
23284. Effort is painful, it may be very painful and yet, while making it, we feel that it is the work it results in, because, thanks to it, we have drawn from ourselves not only all that was there, but more than was there: We have raised ourselves above ourselves.
so precious, and perhaps precious than
as precious as, and perhaps as more precious than
more precious than, and perhaps as precious as
as precious as, and perhaps more precious than
ব্যাখ্যা: Hints: একই বাক্যে positive এবং comparative degree-এর ব্যবহার অনুযায়ী সঠিক sequence হলো as precious as, and perhaps more precious than
23285. Complete the following with appropriate words - he gets-.
The richer, the more friends he has
Richer, more he has friends
Richer, more friends he has
The richer, the more he has friends
ব্যাখ্যা: Hints: সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস প্রকাশের ক্ষেত্রে the adjective-এর comparative farm + clause + the + adjective এর comparative form + clause হয়। Double comparative degree-এর ব্যবহার অনুযায়ী সঠিক উত্তর (ঘ)।
23286. English is today the third native language worldwide after Chinese and Hindi, with some 380 million speakers.
most spoken
more spoken
least spoken s
poken
ব্যাখ্যা: Hints: 'বহুল কথিত' বোঝাতে most spoken হয়।
23288. I thought that---- was the last one.
the most prettiest of all
the prettiest one from all
prettiest one of all
the prettiest of all
ব্যাখ্যা: Hints: Adjective- superlative form-এর পূর্বে article the বসে এবং superlative form-এর পূর্বে must ব্যবহৃত হয় না। Prettiest one from all expression টিও সঠিক নয়। সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক শব্দসমষ্টি হলো the prettiest of all
23289. Although we often use 'speed' and 'velocity' interchangeably, in a sense. "speed' is not always-velocity.
similar
the same as
alike
as
23290. The hotter it is ----
miserable I feel
the more miserable i feel.
feel the miserable feel
the most miserable I feel
23291. The hard-working girl earns-
twice as much as her half-sister
twice as many as her half-sister
twice as best as her half-sister
twice as good as her half-sister
ব্যাখ্যা: Hints: Twice as much as (দ্বিগুণের বেশি) phrase টি সঠিক। Countable-এর ক্ষেত্রে many ব্যবহৃত হয়। আয় (earn) যেহেতু uncountable অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে much হবে। (গ) অপশনে good এর জায়গায় best থাকায় তা গঠনগত ভুল এবং (ঘ) ও (গ) অপশনে twice-এর সাথে good এবং less-এর পারস্পরিক সাংঘর্ষিক অর্থ প্রকাশ করে, যা অর্থগত দিক থেকে সঠিক নয়।
23292. She boasted that no other car could run-,
so fast like her car
as fast like her car
as far like the car of her
as fast as her car
ব্যাখ্যা: Hints: সমজাতীয় দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করতে as + adjective + as + noun/noun phrase/pronoun হয়। (ঘ) অপশন ব্যতীত lur car-এর পূর্বে বাকি তিনটি অপশনে যে comparative degree ব্যবহৃত হয়েছে তা সঠিক নয়।
23293. Which sentence is correct?
More you read, less you understand.
The more you read, less you understand.
The more you read, the less you understand.
More you read, the less you understand.
ব্যাখ্যা: Hints: 'যত-তত' বোঝাতে উভয় পার্শ্বের comparative form-এর পূর্বে 'the' বসে।
23294. These are---- results I have ever had in an exam!
the worst
worst
worse
most worse
ব্যাখ্যা: Hints: প্রশ্নোক্ত বাক্যে সবচেয়ে খারাপ (the worst) ফলাফলে বিস্ময় ভাব প্রকাশ করছে। Worst হলো bad এর superlative degree, যার পূর্বে article (the) বসে। অপশন (খ) তে ukost এর পূর্বে the না থাকায় তা ভুল। Most একটি superlative degree, যা দুই বা ডতোধিক syllable বিশিষ্ট adjective শব্দের পূর্বে বসে ঐ adjective superlative degree প্রকাশ করে। Bad একটি one syllable adjective শব্দ এবং worst হলো এর superlative degree, যার পূর্বে most বসে না। Worse হলো bad-এর comparative degree যা বাক্যে দুটি বিষয় বা বস্তুর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। প্রশ্নোক্ত বাক্যে দুটি বিষয় বা বন্ধুর মধ্যে তুলনা না থাকায় তা সঠিক নয়। সুতরাং সঠিক উত্তর (ক) the worst।
23295. My students' sleepless nights became - as the finals approached.
so frequently
more frequent
much more frequently
as frequent
ব্যাখ্যা: Hints: 'সমাপনী পরীক্ষা এগোনোর সাথে সাথে ছাত্রদের ঘুমহীন রাত বৃদ্ধি পাচ্ছে' বাক্যটি comparative sense দিচ্ছে, সেহেতু এখানে Adjective-এর comparative degree ব্যবহৃত হবে।
23296. Supposedly, digital versatile disks, or DVDs as they are called, are resistant to scratching-records.
much, than
such, that
so, as
far more, than
ব্যাখ্যা: Hints: DVDs records-এর মধ্যে তুলনা করার জন্য comparative form হিসেবে। resistant-এর পূর্বে far more এবং records- এর পূর্বে Than বসবে।
23297. A comedy ----is than an action movie.
more funny
funnier
most funny
funniest
ব্যাখ্যা: Hints: বাক্যে than থাকাতে শূন্যস্থানে adjective-এর comparative form বসবে। Funny- comparative form fummier আর superlative form funniest। সুতরাং সঠিক উত্তর funnier।
23298. The greater the demand, ---the price.
higher
the highest
high
the higher
ব্যাখ্যা: Hints: সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস প্রকাশ করার ক্ষেত্রে The comparative degre... the comparative degree হয়। Higher-এর পূর্বে tie না থাকায় তা ভুল। The highest এবং high যথাক্রমে superiatice positive degree যা parallel অনুযায়ী The price-এর পূর্বে সঠিক নয়। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
23299. The Disney Amusement Park in Japan is Florida or California.
the largest of the ones in
larger than the ones in
the largest than the ones in
larger the ones in
ব্যাখ্যা: Hints: Florida বা California-তে অবস্থিত Disney park থেকে Japan-এ অবস্থিত Disney parkটি বৃহত্তর (larger than the ones in)
23300. Of the two girls, Sultana is-intelligent.
most
more
far
as
ব্যাখ্যা: Hints: দুইজনের মাঝে তুলনা বোঝাতে luan ছাড়াও comparative sentence গঠন করা সম্ভব। সুতরাং শূন্যস্থানে more বসবে।