Image
MCQ
23401. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
23402. কোনটি তদ্ভব শব্দ? (১০ম বিসিএস)
চাঁদ
নক্ষত্র
সূর্য
গগন
23403. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
23404. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
23405. ছেমড়া' শব্দটি উৎস- (বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক। ১৪/)
আরবি
সংস্কৃত
ফারসি
তুর্কি
23406. 'চাঁদ' কোন শ্রেণির শব্দ? (বাংলাদেশ ব্যাংক অফিসার: ১৫)
তৎসম
তদ্ভব
অর্ধ-তৎসম
দেশি
23407. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
23408. 'খিস্তিখেউড়' কোন ভাষার শব্দ- (বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ০০)
সংস্কৃত
আরবি
বাংলা
ফারসি
23409. 'ব্যাকরণ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? (বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯/ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার। ১৬/)
বাংলা
বিদেশি
সংস্কৃত
তদ্ভব
23410. 'তদ্ভব' এর অর্থ হলো- (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাঠ কর্মকর্তা:১৩)
তার সমান
তার থেকে ভাবনা
তার থেকে উৎপন্ন
তার ভুবন
23411. জটিল বাক্যের অন্য নাম কী? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩/
মিশ্র বাক্য
প্রধান খণ্ড বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
23412. কোনটি তৎসম শব্দ? (রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯)
কলম
বাড়ি
ফুল
চন্দন
23413. 'ভাত' কোন ধরনের শব্দ? (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১৬/)
তদ্ভব
বিদেশি
তৎসম
খাঁটি বাংলা
23414. কোনটি তৎসম শব্দের উদাহরণ? (হাইকোর্টের রেজিস্ট্রার: ৯৪)
মোক্তার
ক্ষেত্র
চাহিদা
জ্যোৎস্না
23415. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
পদ্মাবতী’
23416. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত? [উপজেলা শিক্ষা অফিসার: ০৪]
সংস্কৃত
দেশি
খাঁটি বাংলা
বিদেশি
23417. চন্দ্র শব্দের তদ্ভব রূপ- (স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ২২/ সঞ্চয় পরিদপ্তরের হিসাবরক্ষক: ১০/)
চন্দ
চান্দ্র
চাঁদ
চন্দ্রিমা
23418. 'চন্দ্র' কোন শব্দের উদাহরণ? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক:১৩)
তৎসম
বিদেশি
তদ্ভব
দেশি
23419. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
23420. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩)
যৌগিক
জটিল
মিশ্র
সরল