Image
MCQ
23541. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার: ০৫)
আরবি থেকে
হিন্দি থেকে
উর্দু থেকে
ফারসি থেকে
23542. 'যেমন কাজ করবে, তেমন ফল পাবে।' বাক্যটির সরল রূপ কোনটি? (সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা অফিসার: ১০)
কাজ অনুযায়ী ফল পাবে
কাজের উপর ফল নির্ভর করে
ফলেই কর্মের পরিচয়
যেমন কর্ম তেমন ফল
23543. . 'তাঁর চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী। ২২/৯ম বিজেএস পরীক্ষা: ১৪
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
23544. নিচের কোন শব্দটি তৎসম শব্দ? (সিজিএ এর জুনিয়র অডিটর: ২২/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৭)
জীবন
পেট
গোয়ালা
ডিঙ্গি
23545. 'তিনি সৎ, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য? ১১তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৪)
সরল বাক্য
বিস্ময়বোধক বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
23546. 'সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে।' কোন ধরনের বাক্য? বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার। ১৬।
সরল
জটিল
মিশ্র
যৌগিক
23547. 'তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা কোন ধরনের বাক্য? ১৮তম বিসিএসা
যৌগিক বাক্য
সরল বাক্য
সাধারণ বাক্য
মিশ্র বাক্য
23548. 'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান।' কোন ধরনের বাক্য? (রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট)। ২০০০
সরল
খণ্ডবাক্য
জটিল
যৌগিক
23549. তৎসম শব্দ বলতে কি বোঝায়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২)
তদ্ভব শব্দ
সংস্কৃত শব্দ
দ্বিরুক্তি
কৃদন্ত শব্দ
23550. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে? (পাসপোর্ট এও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৩)
দেশি শব্দ
তৎসম শব্দ
অর্ধ -তৎসম শব্দ
তদ্ভব শব্দ
23551. . বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে? [পিএসসির সহকারি পরিচালক: ৯৮]
৫%
১০%
৮%
১২%
23552. 'গৃহিণী' কি জাতীয় শব্দ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৫)
বিদেশি
সংস্কৃত
আধা-সংস্কৃত
দেশি
23553. 'সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।' কোন শ্রেণির বাক্য? অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার: ১৩/
সরল
জটিল
মিশ্র
যৌগিক
23554. 'তাঁর বুদ্ধি হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (জবা)। ০১
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
23555. 'লোকটি ধনী, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য? নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর। ২৩/১৭তম শিক্ষক নিবন্ধন। ২২)
জটিল
মিশ্র
যৌগিক
সরল
23556. তৎসম শব্দ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা): ০৭]
বৈষ্ণব
চামার
নক্ষত্র
ঈমান
23557. যেসব সংস্কৃত শব্দ কোনোরূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে কি বলে? (বেসিক ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১২)
তৎসম শব্দ
অর্ধ-তৎসম শব্দ
তদ্ভব শব্দ
মিশ্র শব্দ
23558. ব্যুৎপত্তিগতভাবে (উৎসগত বিচারে / উৎপত্তি অনুসারে) বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (সওজের উপ-সহকারী প্রকৌশলী। ২২/ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ১৯/ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার: ১৮)
চারটি
পাঁচটি
দুইটি
তিনটি
23559. নিচের কোনটি তৎসম শব্দ? (৬৯ বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১০)
চাঁদ
বালতি
ভবন
হরতাল
23560. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী? [১৪তম বিসিএস)
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন