EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
23821. Oval is the adjective of-
over
eye
egg
lip
ব্যাখ্যা: Hints: 'Oual' শব্দটির অর্থ ডিম্বাকৃতির। তাই এটি 'gেg' noun-এর adjective। অন্যদিকে over অর্থ শেষ, eye অর্থ চোখ এবং lip অর্থ ঠোঁট।
23822. Which word can be used both as verb and noun?
Waste
Ear
Pretend
Famous
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি options এর মধ্যে (ক) Waste শব্দটিই verb এবং noun হিসেবে ব্যবহৃত হয়। অন্য তিনটির মধ্যে (খ) Ear শুধু noun, (গ) Pretend শুধু verb এবং (ঘ) Famous হলো adjective। অতএব, (ক) Waste শব্দটিই সঠিক উত্তর। 'Waste' অর্থ অপচয় করা অথবা 'বর্জ্য'।
23823. This is the go of the world. Here 'go' is a/an
verb
noun
adverb
adjective
ব্যাখ্যা: Hints: প্রদত্ত বাক্যে 'go' শব্দটি 'noun' এর উদাহরণ। এখানে 'the go, phrase এর অর্থ হচ্ছে প্রচলিত নিয়ম। তাই This is the go of the world এই বাক্যের পুরো অর্থ এটিই পৃথিবীর প্রচলিত নিয়ম।
23824. 'A rolling stone gathers no moss.' Here 'rolling' is-
a verb
a participle
an adjective
a gerund
ব্যাখ্যা: Hints: Verb-এর present form-এর সাথে ing যুক্ত হয়ে একই সাথে verb এবং adjective-এর কাজ করলে তাকে participle বলে। বাক্যের rolling শব্দটি একই সাথে verb এবং adjective উভয়ের কাজ সম্পাদন করায় word টি present participle
23825. Fill in the gap with the correct form of word: 'My mother always dresses--- (beautiful)'.
beauty
beautify
beautiful
beautifully
ব্যাখ্যা: Hints: এখানে dresses verb-এরপর adverb হিসেবে beautifully সঠিক word
23826. Truth শব্দটির adjective হবে-
Truly
Truism
True
None of them
ব্যাখ্যা: Hints: Truth (সত্যতা, যথার্থতা) শব্দটির Adjective form True (সত্য, যথার্থ)।
23827. Mr. Rohan is very friendly. Here 'friendly' is-
adverb
noun
adjective
pronoun
ব্যাখ্যা: Hints: Noun-এর সাথে ly যুক্ত হয়ে adjective গঠিত হয় adverb নয়। প্রদত্ত বাক্যে friendly শব্দটি noun friend শব্দ থেকে এসেছে। সুতরাং friendly শব্দটি adjective.
23828. কোনটি Verb?
Cloth
Blood
Food
Feed
ব্যাখ্যা: Hints: Cloth- পোশাক, Blood রক্ত, Food- খাদ্য; এই তিনটি শব্দই Noun Feed অর্থ খাওয়ানো, এটি একটি verb)
23829. Parts of speech কয় প্রকার?
ব্যাখ্যা: Hints: Parts of speech মোট ৮ প্রকার। যথা: Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction and Interjection
23830. He runs fast. Here the underlined word is-
an adverb
a noun
a pronoun
a verb
ব্যাখ্যা: Hints: Fast শব্দটি বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ fast শব্দটি verb run কে modify করছে।
23831. Come on, it's time to go home. Here 'home' is a/an-
adjective
noun
adverb
pronoun
ব্যাখ্যা: Hints: 'Home' শব্দটি noun/adverb উভয় হিসেবেই ব্যবহৃত হয়। কিন্তু intransitive verb-এর পরে ব্যবহৃত হলে তা alverb হিসেবে গণ্য হবে।
23832. 'Beautiful' is an example of-
verb
conjunction
adjective
preposition
ব্যাখ্যা: Hints: "Beautiful' শব্দটি একটি adjective-এর উদাহরণ কারণ ful suffix যোগে adjective গঠিত হয়।
23833. Which parts of speech is 'homely?
noun
adjective
verb
adverb
ব্যাখ্যা: Hints: "Homely adjective-এর উদাহরণ। উল্লেখ্য, noun-এর সাথে ly যুক্ত হলে সেটা adjective হয় আর adjective-এর সাথে ly যুক্ত করলে সেটা adverb হয়। এখানে home শব্দটি noun, এর সাথে l যুক্ত হয়েছে। তাই এটি adjective।
23834. 'He came to office late'. Here 'late' is-
a preposition
a noun
an adverb
an adjective
ব্যাখ্যা: Hints: সে অফিসে দেরি (late) করে এসেছিল। প্রশ্নোক্ত বাক্যে late শব্দটি perbকে modify করায় তা adverb।
23835. 'He became a politician.' Here the word 'politician' is used as-
object
subject
adverb
complement
ব্যাখ্যা: Hints: Verb-এর অর্থ সম্পূর্ণ করতে verb এর পর যে word ব্যবহৃত হয় তা complement। প্রশ্নোক্ত বাক্যে became-এর complement হলো a politician।
23836. He fathered the plan. Here the word 'father' is-
a noun
an adjective
a verb
an adverb
ব্যাখ্যা: Hints: Father শব্দটি verb এবং noun উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। প্রদত্ত বাক্যে father verb হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং Verb হিসেবে father-এর অর্থ কোনো ধারণা বা পরিকল্পনার উদ্ভাবক হওয়া।
23837. Which part of speech is the word 'Regarding'?
Adverb
Preposition
Verb
Noun
ব্যাখ্যা: Hints: 'Regarding' শব্দটি preposition-এর উদাহরণ। কেননা Regarding' শব্দটি noun বা pronoun এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে।
23838. In the sentence "He is taller than I" the underlined word is a/an-
Adjective
Noun
Preposition
Conjunction
ব্যাখ্যা: Hints: প্রদত্ত Quotation এ 'than' adjective নয় কেননা adjective noun বা pronoun- কে modify করে, 'thuan' কোনো কিছুর নাম নয় তাই তা noun নয়, তা preposition ও নয় কারণ preposition pronoun-এর objective form-এর পূর্বে বসে। এখানে 'than' conjunction-এর কাজ করেছে কারণ 'tiuin' দুই বাক্যাংশকে সংযুক্ত করেছে। উল্লেখ্য, প্রদত্ত অংশে than 'T' এর পরে a. উহা রয়েছে।
23839. In the sentence 'copying is prohibited in the examination.' 'copying' is alan-
noun
adjective
adverb
verb
ব্যাখ্যা: Hints: Verb-এর ing form (copy+ing) যখন বাক্যে verb-এর subject হিসেবে কাজ করে তা noun (Germd) /Copying (নকল করা) is এর subject
23840. Which one of the following is an adverb?
Somebody
Something
Someone
Sometime
ব্যাখ্যা: Hints: Adverb এর কাজ হচ্ছে verbকে modify করা। verb সম্পন্ন হওয়ার সময়, স্থান,mধরন ইত্যাদি নির্দেশ করে adverb Somebody, someone দ্বারা কোনো অজ্ঞাত ব্যক্তিকে বোঝায়। Something দ্বারা অজ্ঞাত বন্ধুকে বোঝায়। Sometime দ্বারা verb-এর সম্পাদনের সময় বোঝায় অর্থাৎ terbকে modify করে। যেমন- He sometimes comes here