Image
MCQ
24401. মাটির তৈরি রাস্তায় সাধারণত যে Camber প্রদান করা হয়- [MOE-05]
1 in 20
1 in 36
1 in 24
1 in 10
24402. সড়কে Super-elevation দিতে হয়- [R&H-01]
Horizontal curve-এ
Vertical curve-এ
Bridges and culverts-এ
Straight portion-এ
24403. রেললাইনের Standard Gauge-
১৬৭৬মিমি.
১৫২৪মিমি.
১৪৩৬মিমি.
১০০০মিমি.
24404. আমাদের দেশে সড়ক নির্মাণে সাধারণত যে Bitumen ব্যবহার হয় তার Penetration grade হচ্ছে- (R&H-01]
40-50
60-70
50-60
80-100
24405. বদ্ধ ঘেরের বহিঃস্থ কোণের সমষ্টি-
(2n-4)
(n-2)
(n+2)
(2n + 4)
24406. Centrifugal force (কেন্দ্রাতিগ বেগ) উদ্ভব হয়- [R&H-01]
সোজা সড়কে (Straight road) গাড়ি চলাচলের জন্য
সড়কে Horizontal Curve Section-এ গাড়ি চলাচলে
সড়কে Vertical Curve Section-এ গাড়ি চলাচলে
সেতুতে গাড়ি ওঠার সময়
24407. Water bound macadam-4 Binding material হলো- [R&H-03]
Sand
Bitumen
Soil
Coarse aggregate dust
24408. বঙ্গবন্ধু সেতুর উপর যে রকমের রেলগাড়ি চলাচলের ব্যবস্থা আছে তা হলো- [PWD-2000]
মিটার গেজ
চওড়া (broad)
গেজ সংকীর্ণ (narrow)
ক ও খ-এ উল্লিখিত উভয় রকমের
24409. Wooden sleeper-এর স্থায়িত্ব নির্ভর করে- [MODMR-04]
Quality of timber used
Ability to wear decay
Resistance to atmospheric action
All of the above
24410. সড়কের Stopping Sight distance হচ্ছে- [R&H-01]
ব্রেক প্রয়োগ করার পর থেকে গাড়ির থামতে অতিক্রান্ত দূরত্ব
বস্তু দেখার মুহূর্ত থেকে ব্রেক প্রয়োগ করার মুহূর্ত পর্যন্ত গাড়ির অতিক্রান্ত দূরত্ব
20 km/h গতিসম্পন্ন গাড়ি থামাতে প্রয়োজনীয় দূরত্ব
কও খ দূরত্বের সমষ্টি
24411. রেললাইনে sleeper-এর কাজ কী? [R&H-03]
Support the rails
Keep rails at correct gauge
Distribute load to the ballast
উপরের সবগুলো
24412. বন্ধ ঘেরের প্রতিসরণ কোণের বীজগাণিতিক সমষ্টি-
±90°
± 180°
±270°
±360°
24413. একটি সড়ক বাঁধের (highway embankment) চারটি section A, B, C এবং D-এর Sub-grade CBR যথাক্রমে 3%, 8%, 10%, 9%, হলে, সবচেয়ে বেশি Pavement thickness লাগবে- [R&H-01]
A-section-এ
D-section-এ
B-section-এ
C-section-এ
24414. সিমেন্ট কংক্রিটের রাস্তাকে কী পেভমেন্ট বলা হয়?
Flexible Pavement
Rigid Pavement
কও খ উভয়ে
কোনোটিই নয়
24415. একটা হাইওয়ের এক পয়েন্টে একটা গাড়ির তাৎক্ষণিক বেগকে বলে- [PWD-2000]
Design speed
Running speed
Spot speed
উল্লিখিত সবগুলো
24416. Level crossing-এর প্রধান বৈশিষ্ট্য হলো- [R&H-03]
Head of the rail is flushed with ground surface
Head of the rail is flushed with formation surface
Head of the rail is flushed with level surface
Head of the rail is flushed with road surface
24417. নিচের কোন তথ্যটি মিথ্যা?
Super-elevation is provided on curves to prevent the wear and tear of rail
Super-elevation is provided on curves for smooth riding
Spiral transition curve should not be provided
None of the above
24418. Road accident ব্যবস্থাপনার প্রধান কাজ হলো- [R&H-01]
Education
Engineering
Enforcement
All of the above
24419. Flexible pavement-এর Wearing coarse কী দিয়ে তৈরি হয়? [R&H-03]
Hard well-burnt clinker
Broken stone and granular material mixed with tar
A mixture of bituminous material and aggregate
উপরের সবগুলো
24420. রিজিড পেভমেন্ট (Rigid Pavement) বলতে কী বুঝায়?
রাস্তার উপরের শক্ত আচ্ছাদন
কংক্রিটের তৈরি রাস্তা
বিটুমেন দ্বারা আচ্ছাদিত রাস্তা
সোলিং করা রাস্তা