MCQ
24381. একটি Cantilever beam-এর ক্ষেত্রে Main reinforcement কোথায় দেয়া হয়?
Neutral axis-এর নিচে
Neutral axis-এর ওপরে
Neutral axis-এ
উপরের কোনোটিই নয়
24382. একটি Simply supported rectangular beam- Vertical stirrup-এর Spacing-
সবচেয়ে বেশি Support-এর নিকটে
সবচেয়ে কম Support-এর নিকটে
সবচেয়ে কম দুই Support-এর মধ্যবর্তী স্থানে
সর্বত্র সমান
24383. একটা Reinforced concrete column-4 Longitudinal bars নিম্নোক্ত মাপের কম হওয়া উচিত নয়-
8 mm
12 mm
16 mm
25 mm
24384. 'd' পুরুত্ববিশিষ্ট একটি Slab-এর Main reinforcement-এর সর্বোচ্চ Spacing-
1d
2d
3d
4d
24385. RCC beam-এ stirrup কেন দেয়া হয়?
Flexural stress নেয়ার জন্য
Concrete-কে ধরে রাখার জন্য
Shear stress নেয়ার জন্য
শুধুমাত্র main reinforcement-কে যথাস্থানে রাখার জন্য
24386. T-বিমের স্ল্যাবের অংশক্ষে বলা হয়-
ওয়েব
ফ্রেজ
স্ল্যাব
কোনোটিই নয়
24387. আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার V-এর মান-
0.4 W
0.8 W
0.6 W
W
24388. T-বিমের টান পীড়ন প্রতিরোধ করে-
ওয়েব
কলাম ক্যাপাসিটাল
ফ্লেজ
কোনোটিই নয়
24389. ৬০ গ্রেড ইস্পাত (Steel)-এর মূল বৈশিষ্ট্য কী?
আল্টিমেট স্ট্রেংথ (Ultimate Strength)-৬০,০০০ পিএসআই
ইন্ডে স্ট্রেংথ (Yield strength)- ৬০,০০০ পিএসআই
ইলোংগেশন (Elongation)-৬০%
উপরের কোনোটিই নয়
24390. ব্যবহারের পূর্বে Pre-stressed concrete girder-4 Pre-stressing tendon দিয়ে-
Tension Zone-এ Compression প্রয়োগ করা হয়
Compression Zone-এ Compression প্রয়োগ করা হয়
Tension Zone-এ Tension প্রয়োগ করা হয়
Compression Zone-এ Tension প্রয়োগ করা হয়
24391. T-বিমের অংশ কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
24392. কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন কোনটি?
fc=0.45f'c
f'c=0.45fc
fs = 0.40fy
fc = 0.45fy
24393. আয়তাকার কলামের টাই রডের মধ্যবর্তী দূরত্বের সর্বোচ্চ (ACI সীমা অথবা BNBC কোড অনুযায়ী)-
খাড়া রডের ব্যাসের ১৬ গুণ
ওটাই রডের ব্যাসের ৪৮ গুণ
কলামের পার্শ্ব ম্যাপের ন্যূনতমটি
উপরের তিনটির মধ্যে ন্যূনতমটি
24394. দুই-এর অধিক Support-যুক্ত Beam-কে বলে-
Simply supported beam
Continuous beam
Overhanging beam
Cantilever beam
24395. ৪ ইঞ্চি পুরুত্বের (thickness) আরসিসি স্ল্যাব-এর প্রতি বর্গফুটের ওজন হবে-
১৫০ পাউন্ড
১০০ পাউন্ড
৫০ পাউন্ড
উপরের কোনোটিই নয়
24396. বিম ডিজাইনকালে প্রাথমিকভাবে এর Depth অনুমান করা হয় এভাবে-
১২ ইঞ্চি
বিমের দৈর্ঘ্য যত ফুট তত ইঞ্চি
প্রস্থের দ্বিগুণ
ঘরের ক্ষেত্রফলের বর্গমূল (ইঞ্চিতে)
24397. কোনো Reinforced concrete section-এ কংক্রিটের আগেই যদি লোহা সর্বোচ্চ Stress-এ পৌঁছে যায় তবে ঐ Section-কে বলা হয়-
under-reinforced section
over-reinforced section
balanced section
crítical section
24398. কলামের চারদিকে অধিক পুরু' Flat slab-এর অংশকে বলে-
column head
panel
column capital
drop
24399. Beam অথবা Girder নির্মাণের ক্ষেত্রে একাধিক Layer-এ MS rod স্থাপন করা হলে দুই Layer-এর মাঝে Minimum কত দূরত্ব রাখা উচিত?
২৫ মিমি
২০ মিমি
১৫ মিমি
ব্যবহৃত MS rod-এর ব্যাসের সমান
24400. বাসভবন এবং Public Building-এর Live load-এর পরিমাণ ধরা হয় যথাক্রমে-
৪০/৭৫ পাউন্ড/বর্গফুট
৫০/১০০ পাউন্ড/বর্গফুট
৪০/১০০ পাউন্ড/বর্গফুট
৬০/১২০ পাউন্ড/বর্গফুট