ব্যাখ্যা:
ব্যাখ্যা: স্ল্যাবের ক্ষেত্রে Reinforcement ব্যবহার করতে হয়, তার gross area-এর সর্বোচ্চ 1% থেকে 2%। (As per BS 8110) তবে সাধারণত স্ল্যাবে 0.7% থেকে ১% রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়।
24446. পীড়নের ফলে বিমে কৌণিক ফাটলের সৃষ্টি করে, তাকে বলা হয়-
24455. একটি আয়তাকার ক্যান্টিলিভার বিমে 4টি 22mmo bar ব্যবহার করা হয়েছে। যদি fs = 140 MPa, fc = 21 MPa হয়, তবে ঐ রডগুলোর Embedment দৈর্ঘ্য cm এককে কত হবে?
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিমের মধ্যস্থিত কংক্রিটের ক্ষমতার অতিরিক্ত শিয়ার পীড়নকে প্রতিরোধ করতে আলাদাভাবে যে রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়, তাকে স্টিরাপ বলে।
24460. Beam ও Slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়?