EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24881. 'লহরী' শব্দের অর্থ-
সুর
ঢেউ
গান
কবিতা
24882. To get along with' means--
to adjust
to accompany
to interest
to walk
ব্যাখ্যা: Hints: 'Get along with' একটি Phrasal verb, যার অর্থ good relationship with someone Good relationship না থাকলে তার সাথে নিজেকে খাপ খাওয়ানো যায় না।
24883. The bad news struck him like a bolt from the-
sky
heavens
firmament
blue
ব্যাখ্যা: Hints: "Bolt from the blue' একটা idiom, যার অর্থ বিনা মেঘে বজ্রপাত।
24884. The horror movie scared them out of their---
wits
seats
lives
funds
ব্যাখ্যা: Hints: 'Out of one's wits' একটি idiom, যার অর্থ অত্যন্ত বিচলিত।
24885. They travelled to Savar----
on foot
by walking
on their feet
by foot
ব্যাখ্যা: Hints: 'On foot' একটি সুনির্দিষ্ট plirase যার অর্থ 'পায়ে হেঁটে'।
24886. 'অগ্নি'র একটি প্রতিশব্দ হলো-
জাতবেদ্য
বিভা
অগ্নিষ্ঠ
পাবন
24887. 'Prior to' means
after
immediately
before
during the period of
ব্যাখ্যা: Hints: 'Prior to'-এর অর্থ হচ্ছে পূর্ববর্তী, পূর্বতন।
24888. 'ইতি' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
অবসান
বিরাম
বরেণ্য
শেষ
24889. Every driver must be held --- his own actions.
responsible for
liable to
responsible to
blamed for
ব্যাখ্যা: Hints: কোনো কাজের দায়ভার যখন যে কাজ করে তার ওপরই বর্তায়, তখন 'be held responsible for' ব্যবহৃত হয়।
24890. To keep one's head---
to save oneself
to keep calm
to be self respectful
None of these
ব্যাখ্যা: Hints: Keep one's head'- মাথা ঠান্ডা রাখা অর্থাৎkeep calm ।
24891. To read between the lines----
to concentrate
to read carefully
to suspect
to grasp the hidden meaning
ব্যাখ্যা: Hints: To read between the lines অব্যক্ত অর্থ আবিষ্কার করা (to grasp (উপলব্ধি করা)।।
24892. 'ঢেউ' এর প্রতিশব্দ কোনটি?
তটিনী
উর্মি
বীচি
বারিধি
24893. নিচের কোন দুটি সমার্থক শব্দ?
কৃশানু: পাবক
বীচি: ওদন
বারিদ: সুধাকর
অম্বু: অহন
24894. কোনটি সমার্থক শব্দ নয়?
পাবক
অনল
পবন
বহ্নি
24895. To end in smoke---
To create fire
To come to nothing
To go through suffering
To see fire
ব্যাখ্যা: Hints: End in smoke' অর্থ ব্যর্থতায় পর্যবসিত হওয়া।
24896. To put the cart before the horse----
to offer a person what he cannot eat
to raise obstacle to force a person
to do something
to reverse the natural order of things
ব্যাখ্যা: Hints: 'Put the cart before the horse'- কোনো জিনিসের স্বাভাবিক ক্রমকে পাল্টে দেয়া (reverse the natural order of things) ।
24897. What is the meaning of 'White Elephant'?
An elephant of white colour
A black marketer
A hoarder
A very costly or troublesome possession
ব্যাখ্যা: Hints: 'White Elephant'- একটি Phrase, যার অর্থ কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক সম্পদ।
24898. 'দেবতা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বিভূতি
ভূত
সুর
দেউল
24899. 'Through thick and thin' means
under all conditions
not clear in understanding
to make thick and thin
of great density
ব্যাখ্যা: Hints: "Through thick and thin'-এর অর্থ যা কিছুই ঘটুক না কেন অর্থাৎ under all conditions.
24900. Explain the meaning of 'Bring to pass'.
Cause to destroy
Cause to carry out
Cause to happen
Cause to convince
ব্যাখ্যা: Hints: 'Bring to pass'-এর অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা। অন্যদিকে 'cause to destroy' দ্বারা ধ্বংস হওয়া, 'cuase to carry out' বলতে কোনো কিছু সম্পাদন করা, 'cause to convince' দ্বারা কোনো কিছু স্বমতে নিয়ে আসা এবং 'cause to happen' দ্বারা কোনো কিছু ঘটানোকে বোঝায়।