25067. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ব্যাখ্যা: 'কী চাহ শঙ্খচিল' (১৯৮৫) খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। মুক্তিযুদ্ধ- পরবর্তী সময়ে মানুষের পাওয়া না পাওয়ার বেদনা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে ও বাস্তবে বীরাঙ্গনার অবস্থার নাটকীয় উপস্থাপনা দেখা যায় এখানে। 'ছেঁড়াতার' (১৯৫০) জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী রচিত নাটক। নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটক 'চাকা' (১৯৯১)। 'বাকি ইতিহাস' (১৯৬৫) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যবক্তিত্ব বাদল সরকার রচিত নাটক।