MCQ
25081. Pandemic অর্থ-
মহামারি
মারামারি
অতিমারি
কোনটিই নয়
25082. নিচের কোনটি 'অনুশীলন' শব্দের সমার্থক নয়?
রেওয়াজ
তালাশ
তালিম
মকশো
25083. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
Machine language
C
Java
Python
25084. নিচের কোনটি anti-virus সফ্টওয়্যার নয়?
Oracle
McAfee
Norton
Kaspersky
25085. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
ট্রি টপোলজি
25086. Apache এক ধরনের-
Database Management System (DBMS)
Web Server
Web Browser
Protocol
25087. কোনটি 'অগ্নি' শব্দের প্রতিশব্দ নয়?
অনল
হুতাশন
ফুলশ্বর
পাবক
25088. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
১০-৩০ মিটার
১০-৫০ মিটার
১০-১০০ মিটার
১০-৩০০ মিটার
25089. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
Array
Linked list
Stack
Queue
25090. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
অবকাঠামোগত
প্লাটফর্মভিত্তিক
সফ্টওয়্যার
উপরের সবগুলো
25091. Allocation শব্দের বাংলা পরিভাষা-
বরাদ্দ
বরাদ্দকারী
মঞ্জুর
অনুদান
25092. Index' এর পরিভাষা-
ভাষান্তর
নির্ঘণ্ট
অভিধান
অনুলিপি
25093. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
compiler
loader
operating system
bootstrap
25094. Budget শব্দের মূল অর্থ?
মূলধন
বণ্টন
মুনাফা
থলে
25095. 'অদৃশ্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টমান
সদৃশ
25096. 'Keeper' শব্দের বাংলা পরিভাষা-
গ্রাহক
চালক
রক্ষক
বাহক
25097. Ad hoc এর অর্থ কী?
তদর্থক
অস্থায়ী
শপথপত্র
ক ও খ উভয়ই
25098. মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
ইমেইল সার্ভার
ওয়েব সার্ভার
ডাটাবেইস সার্ভার
ফাইল সার্ভার
25099. 'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ?
কিরণ
বাতাস
দিবস
অগ্নি
25100. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
সুবর্ণ
কর
অনল
মার্তণ্ড