MCQ
25081. Allocation শব্দের বাংলা পরিভাষা-
বরাদ্দ
বরাদ্দকারী
মঞ্জুর
অনুদান
25082. 'Keeper' শব্দের বাংলা পরিভাষা-
গ্রাহক
চালক
রক্ষক
বাহক
25083. নিচের কোনটি 'অনুশীলন' শব্দের সমার্থক নয়?
রেওয়াজ
তালাশ
তালিম
মকশো
25084. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
Machine language
C
Java
Python
25085. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
compiler
loader
operating system
bootstrap
25086. Index' এর পরিভাষা-
ভাষান্তর
নির্ঘণ্ট
অভিধান
অনুলিপি
25087. 'অদৃশ্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টমান
সদৃশ
25088. 'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ?
কিরণ
বাতাস
দিবস
অগ্নি
25089. Pandemic অর্থ-
মহামারি
মারামারি
অতিমারি
কোনটিই নয়
25090. Ad hoc এর অর্থ কী?
তদর্থক
অস্থায়ী
শপথপত্র
ক ও খ উভয়ই
25091. মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
ইমেইল সার্ভার
ওয়েব সার্ভার
ডাটাবেইস সার্ভার
ফাইল সার্ভার
25092. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
Array
Linked list
Stack
Queue
25093. Budget শব্দের মূল অর্থ?
মূলধন
বণ্টন
মুনাফা
থলে
25094. কোনটি 'অগ্নি' শব্দের প্রতিশব্দ নয়?
অনল
হুতাশন
ফুলশ্বর
পাবক
25095. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
১০-৩০ মিটার
১০-৫০ মিটার
১০-১০০ মিটার
১০-৩০০ মিটার
25096. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
অবকাঠামোগত
প্লাটফর্মভিত্তিক
সফ্টওয়্যার
উপরের সবগুলো
25097. Apache এক ধরনের-
Database Management System (DBMS)
Web Server
Web Browser
Protocol
25098. নিচের কোনটি anti-virus সফ্টওয়্যার নয়?
Oracle
McAfee
Norton
Kaspersky
25099. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
সুবর্ণ
কর
অনল
মার্তণ্ড
25100. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
ট্রি টপোলজি