Image
MCQ
25781. নিচের কোনটি যৌগিক বাক্য?
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন
মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন
ছেলেটি চঞ্চল তবে মেধাবী
25782. বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
শিব নারায়ন দাস
এ এন সাহা
খুরশেদ আলী খান
25783. ৪ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?
25784. ‘ইতরবিশেষ’ বলতে বোঝায় –
দুর্বৃত্ত
চালাকি
পার্থক্য
চালাকি
25785. ৪টি ক্রম বিজোড় সংখ্যার সমষ্টি বৃহত্তমটির তিনগুণের চেয়ে ৭ বেশি। সংখ্যা ৪ টির যোগফল কত?
৫৪
৫৬
৬০
৬৪
25786. নিচের কোনটি তৎসম শব্দ?
পছন্দ
হিসাব
ধূলি
শৌখিন
25787. একটি বাক্সে লাল এবং কালো মার্বেল আছে। লাল এবং কালো মার্বেলের অনুপাত ৩: ৫ হয়। ঐ বাক্স থেকে যদি ৫ টি লাল মার্বেল সরিয়ে নেয়া হয় তবে লাল এবং কালো মার্বেলের অনুপাত ১: ২ হয় যাবে। ঐ বাক্সে মোট কতগুলি মার্বেল আছে?
৩২
৬৪
৪০
৮০
25788. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –
অমাবস্যা
গলাধাক্কা দেওয়া
কাছে টানা
কাস্তে
25789. কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
জানিবার ইচ্ছা
জয় করিবার ইচ্ছা
হনন করিবার ইচ্ছা
যুদ্ধ করিবার ইচ্ছা
25790. ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?
রতন
কবাট
পিচাশ
মুলুক
25791. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম –
সৈয়দ মুজতবা আলী
কাজী আবদুল ওদুদ
নজিবর রহমান
রোকেয়া সাখাওয়াৎ হোসেন
25792. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল –
বর্ণবাদের পুনরুত্থান
রাষ্ট্রবিপ্লব
চিন্তাবিপ্লব
অভিবাসন বিপ্লব
25793. নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?
কহ্
কথ্
বুধ্
গঠ্
25794. ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’-পঙ্ ক্তিটির রচয়িতা-
বিদ্যাপতি
গোবিন্দ দাস
রবীন্দ্রনাথ ঠাকুর
কৃষ্ণদাস কবিরাজ
25795. ৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি, ২৫ জন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন।
৩০
৪০
৪২
৪৪
25796. যদি pqr = 1, rst = 0 এবং spr = 0 হয় তবে নীচের কোনটি অবশই সঠিক?
p = 0
r = 0
s = 0
t = 0
25797. নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত কোনটি?
গো+অক্ষ = গবাক্ষ
পৌ+অক=পাবক
বি+অঙ্গ=বঙ্গ
যতি+ইন্দ্র=যতীন্দ্র
25798. ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ
হিন্দি
গুজরাট
ফরাসি
25799. ‘চঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম –
আবদুল কাদের
খতিব মিয়া
আক্কাস আলী
আরেফ আলী
25800. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলা,