MCQ
1. সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের উল্লেখ আছে?
১৩৭ নং অনুচ্ছেদে
১৩৫ নং অনুচ্ছেদে
১৩৮ নং অনুচ্ছেদে
১৩৪ নং অনুচ্ছেদে
2. ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?
২৯.৬৬%
৩০.৬৬%
৩২.৬৬%
৩৩.৬৬%
3. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
১৯৯১ সালে
১৯৭৩ সালে
১৯৮৬ সালে
১৯৯৬ সালে
4. Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
প্রথম স্থান
দ্বিতীয় স্থান
তৃতীয় স্থান
চতুর্থ স্থান
5. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
৬ ভাগে
6. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
$৪০ বিলিয়ন মার্কিন ডলার
$৪১ বিলিয়ন মার্কিন ডলার
$৪২ বিলিয়ন মার্কিন ডলার
$৪৩ বিলিয়ন মার্কিন ডলার
7. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-
১৯৬৬ সালে
১৯৬৭ সালে
১৯৬৮ সালে
১৯৬৯ সালে
8. আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
অর্থনৈতিক
মানবাধিকার
ধর্মীয়
খেলাধুলা
9. ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
সাড়ে ৪ হাজার কোটি টাকা
সাড়ে ৫ হাজার কোটি টাকা
সাড়ে ৩ হাজার কোটি টাকা
সাড়ে ৬ হাজার কোটি টাকা
10. সংবিধানের কোন সংশোধনকে 'first distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?
৫ম সংশোধন
৪র্থ সংশোধন
৩য় সংশোধন
২য় সংশোধন
11. ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?
$ ১,৭৫০ মার্কিন ডলার
$ ১,৭৫১ মার্কিন ডলার
$ ১,৭৫২ মার্কিন ডলার
$ ১,৭৫৩ মার্কিন ডলার
12. বাংলাদেশ জাতিসংঘের
১৪৬তম সদস্য
১৩৬তম সদস্য
১২৬তম সদস্য
১১৬তম সদস্য
13. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
৩৪ জন
৩৫ জন
৩৬ জন
৩২ জন
14. 'Let there be Light'-বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
আমজাদ হোসেন
জহির রায়হান
খান আতাউর রহমান
শেখ নিয়ামত আলী
15. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
১৩ হাজার ১২৫টি
১৩ হাজার ১৩০টি
১৩ হাজার ১৩৬টি
১৩ হাজার ১৪৬টি
16. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৪ সালে
17. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
চতুর্থ
পঞ্চম
ষষ্ঠ
সপ্তম
18. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
১৭ এপ্রিল ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭২
২৬ মার্চ ১৯৭৩
19. Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-
যুক্তরাজ্যের
যুক্তরাষ্ট্রের
কানাডার
ইউরোপিয়ান ইউনিয়নের
20. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-
৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
৭ জানুয়ারি, ১৯৭৩
৭ মার্চ, ১৯৭৩
৭ এপ্রিল, ১৯৭৩