Image
MCQ
25761. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
কবর
বহিপীর
পায়ের আওয়াজ পাওয়া যায়
ওরা কদম আলী
25762. নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না?
কাজী আবদুল ওদুদ
এস ওয়াজেদ আলী
আবুল ফজল
আবদুল কাদির
25763. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
বহ্নি
আবীরা
বায়ুসখা
বৈশ্বানর
25764. ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
নষ্টনীড়
নামঞ্জুর
রবিবার
ল্যাবরেটরি
25765. ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
কৃষ্ণকান্তের উইল
দুর্গেশনন্দিনী
মৃণালিনী
বিষবৃক্ষ
25766. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
নেপালের রাজদরবার থেকে
গোয়ালঘর থেকে
কান্তজীর মন্দির থেকে
25767. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’-এই মনোবাঞ্ছাটি কার?
ভবানন্দের
ভাড়ুদত্তের
ঈশ্বরী পাটুনীর
ফুল্লরার
25768. ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?
দীনেশচন্দ্র সেন
গোপাল হালদার
আহমদ শরীফ
সুকুমার সেন
25769. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
শনিবারের চিঠি
বঙ্গদর্শন
তত্ত্ববোধিনী
সংবাদ প্রভাকর
25770. শুদ্ধ বানান কোনটি?
মুমুর্ষু
মূমুর্ষু
মুমূর্ষু
মূমূর্ষু
25771. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
বিষের বাঁশী
অগ্নি-বীণা
সিন্ধু-হিন্দোল
চক্রবাক
25772. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
মারাঠি
হিন্দি
মৈথিলি
গুজরাটি
25773. ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?
কালো বরফ
খেলাঘর
অনুর পাঠশালা
জীবন আমার বোন
25774. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
জগন্নাথ
বিষ্ণু
প্রজাপতি
শিব
25775. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি –
মহাকাব্য
ইতিহাস গ্রন্থ
উপন্যাস
ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ
25776. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’-কথাটির সংকোচন করলে হবে –
তন্ময়
মন্ময়
মৃন্ময়
চিন্ময়
25777. ‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
খেয়া
সোনার তরী
কল্পনা
মানসী
25778. ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?
অব্যয়ীভাব
দ্বিগু
বহুব্রীহি
) দ্বন্দ্ব
25779. নিচের কোনটি উপন্যাস নয়?
দিবারাত্রির কাব্য
শেষের কবিতা
পল্লী-সমাজ
কবিতার কথা
25780. ‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’-কার রচিত পঙ ক্তি-
রজনীকান্ত সেন
ইসমাইল হোসেন সিরাজী
কামিনী রায়
দ্বিজেন্দ্রলাল রায়