MCQ
26021. কোনটি পর্তুগিজ শব্দ নয়? দুদকের সহকারী পরিচালক: ২০
আনারস
অজুহাত
কামরা
আচার
26022. নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ? (জনতা ও রূপালি ব্যাংকের অফিসার ১৯)
চাকু
চাকর
চিনি
চুলা
26023. তুর্কি শব্দের উদাহরণ কোনটি? বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সহকারী পরিচালক: ২০
বাবুর্চি
লুঙ্গি
রিক্সা
চাকু
26024. নিচের কোনটি দেশি শব্দ নয়? বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৯
কুলা
চুলা
ডাব
চাবি
26025. কোনটি তৎসম শব্দ নয়? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ১৯
চন্দ্র
ভবন
সূর্য
ডিঙ্গা
26026. . কোনটি ফারসি শব্দ? ১৬তম প্রভাষক নিবন্ধন ১৯
চাবি
চাহিদা
চাকর
চশমা
26027. কোনটি আরবি শব্দ? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট ১৯
নামাজ
খোদা
রোজা
হজ্জ
26028. 'খ্রিষ্টান' কোন জাতীয় মিশ্র শব্দ? (১৬তম শিক্ষক নিবন্ধন ১৯)
ইংরেজি + বাংলা
ইংরেজি + আরবি
ইংরেজি + ফারসি
ইংরেজি + তৎসম
26029. নিচের কোনটি পর্তুগিজ শব্দ? সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ১৯
চামচ
চাকু
আলপিন
ছুরি
26030. কোনটি তদ্ভব শব্দ? (পেট্রোবাংলার হিসাব সহকারী: ১৯)
চাঁদ
নক্ষত্র
সূর্য
গগণ
26031. নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ? (এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ১৯)
জান্নাত
চন্দ্র
বেহেশত
কুলা
26032. কোনটি দেশি শব্দ? (পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর/ ২০)
একতারা
রোজগার
গতর
ডিঙি
26033. . বিদেশি শব্দ নয় কোনটি? (পরিবেশ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর:২০)
সাদা
রুমাল
পানি
গঞ্জ
26034. কোনটি অর্ধ-তৎসম শব্দ? জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯
সূর্য
জোছনা
সুনাম
জবান
26035. 'রফতানি' কোন ভাষার শব্দ? জনতা ও রূপালি ব্যাংকের অফিসার ১৯
আরবি
ফরাসি
ফারসি
গুজরাটি
26036. কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না? (জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯)
তদ্ভব
দেশি
অর্ধ-তৎসম
তৎসম
26037. কোনটি দেশি শব্দের উদাহরণ? ১৬তম শিক্ষক নিবন্ধন ১৯
লুঙ্গি
সম্রাট
খোকা
গঞ্জ
26038. নিম্নের কোনটি তৎসম শব্দ? প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার ১৯
মুড়ি
দধি
আম
কলম
26039. . কোনগুলো দেশি শব্দ-রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার ১৯)
হস্ত, মস্তক
খোকা, চাঁপা
গিন্নি, গতর
চাঁদ, ভাত
26040. 'তুরুপ' শব্দটি কোন ভাষা থেকে আগত? এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার ১৯
ফরাসি
ফারসি
ওলন্দাজ
পর্তুগিজ