EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
26201. When the length of a chain along a slope of 0 is L, the correction for slope required is-
I sin²θ/2
I cos²θ/2
2I sin²θ/2
2I cos²θ/2
26203. 150° পূর্ণবৃত্ত বিয়ারিং-এর হ্রাসকৃত বিয়ারিং-
S 30° E
N 10° E
S 30° W
N 10° W
ব্যাখ্যা: হ্রাসকৃত (RB) বিয়ারিং = 180°-150°= 30°SE.
26204. একই রেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং-এর পার্থক্য-
90°
180°
360°
26205. জরিপ কাজে সর্বাধিক ব্যবহৃত কম্পাসের নাম-
প্রিজমেটিক কম্পাস
নৌ-কম্পাস।
সার্ভেয়ার কম্পাস
ট্রাফ কম্পাস
26206. A scale which has a common representative fraction, but read in different measures, is called- a
a plain scale
a diagonal scale
a shrunk scale
a comparative scale
ব্যাখ্যা:
26207. The curvature of the earth is taken into consideration if the limit of survey is-
50 to 100km²
100 to 200km²
200 to 250km²
more than 250km²
ব্যাখ্যা: যে সার্ভে পদ্ধতিতে পৃথিবীর বক্রতা বিবেচনা করা হয়, তাকে জিওডেটিক সার্ভেয়িং বলে। সার্ভে লিমিট 250 বর্গকিমি-এর বেশি হলে জিওডেটিক সার্ভে এবং 250 বর্গকিমি-এর কম হলে প্লেন টেবিল সার্ভে পদ্ধতিতে জরিপ করা হয়।
26208. সর্বাধিক প্রচলিত প্লেনিমিটার-
আধুনিক প্লেনিমিটার
রোলার প্লেনিমিটার
অ্যামসলারের প্লেনিমিটার
পিথাগোরাসের প্লেনিমিটার
26209. The area of any irregular figure can be calculated accurately with the help of a planimeter.
True
False
26210. কম্পাস জরিপ করা যায় না-
লোহার খনি এলাকায়
জলাভূমি এলাকায়
স্বর্ণখনি এলাকায়
পাহাড়িয়া এলাকায়
26211. পরিমাপকালে শিকল মোচড় খেলে সৃষ্ট ভ্রান্তি-
ধনাত্মক
ঋণাত্মক
পুঞ্জীভূত
ক্ষতিপূরক
26212. সিমসনের নিয়মে ক্ষেত্রফল বের করা যায়-
ভাগসংখ্যা জোড়
ভাগসংখ্যা বিজোড়
কোটিসংখ্যা বিজোড়
কোনোটিই নয়
ব্যাখ্যা: সিমসনের নিয়মে ক্ষেত্রফল বের করা যায় - (i) ভাগসংখ্যা জোড়, (ii) কোটিং সংখ্যা বিজোড় ক ও গ উভয়ে সঠিক
26213. Chain survey is most appropriate for- [MES-16]
Small place
Plain and open place
When plain needed for a large scale
All of above
ব্যাখ্যা:
26214. A diagonal scale is used to read dimensions.
two
three
four
five
26215. কোন কম্পাসের পাঠমান ঢাকনি কাচের উপর দিয়ে পড়তে হয়?
প্রিজমেটিক কম্পাস
নৌ-কম্পাস
সার্ভেয়ার কম্পাস
ট্রাফ কম্পাস
26216. The horizontal angle between the true meridian and a survey line is called-[BREB-15]
magnetic bearing
azimuth
dip
magnetic declination
ব্যাখ্যা: Azimuth is the clockwise horizontal angle that the line makes with the north end of the reference meridian and its value ranges from 0° to 360° the azimuth of line OA.
26217. পৃথিবীর দক্ষিণ প্রান্তে চুম্বক শলাকায় নিমজ্জন-
90°
180°
270°
260°
26218. বিয়ারিং কী ধরনের কোণ?
উন্নতি কোণা
অবনতি কোণ
উল্লম্ব কোণ
অনুভূমিক কোণ
ব্যাখ্যা: কোনো রেখা মধ্যরেখা হতে ডানাবর্তে যে অনুভূমিক কোণ সৃষ্টি করে, তাই বিয়ারিং (Bearing)।
26219. In a direct vernier, the smallest division of a vernier is - the smallest division of its primary scale.
equal to
shorter than
longer than
d none of these
26220. The correction to be applied to each 30m chain for a line measured along a slope of 0 is-
30 (1- sine)
30 (1-cose)
30 (1-tane)
30 (1-cote)
ব্যাখ্যা: ঢালজনিত সংশোধনী, C₁ = L (1-cose).