Image
MCQ
26421. 'প্রচুর' এর বিশেষ্য রূপ- (প্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক: ০৫)
প্রাচুর্যতা
প্রাচুর্য্যতা
প্রাচুর্য্য
প্রাচুর্য
26422. 'উৎকর্ষ' হচ্ছে- তৃ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক। ০৬
বিশেষণ
বিশেষ্যের বিশেষণ
বিশেষ্য
বিশেষণের বিশেষণ
26423. 'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে- (১০ম বিসিএস)
পর্তুগিজ ভাষা হতে
দেশি ভাষা হতে
আরবি ভাষা হতে
ওলন্দাজ ভাষা হতে
26424. 'চাবি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (রূপালী ব্যাংক লি. অফিসার। ১০)
ফারসি
পর্তুগিজ
ইংরেজি
ওলন্দাজ
26425. 'লাজ' কোন ধরনের শব্দ? বাতিলকৃত ২৪তম বিসিএস)
বিশেষ্য
বিশেষ্যের বিশেষণ
বিশেষণ
ক্রিয়া-বিশেষণ
26426. . নিচের কোন শব্দটি বিশেষ্য? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহমরি পরিচালক (প্রশাসন)। ১৩/ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসার। ০৪)
আধুনিক
বিশ্বস্ত
অরণ্য
অধুনা
26427. চাতুর্য' শব্দের বিশেষণ কোনটি? বাংলাদেশ রেলওয়ের খালাসী। ২২/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৮/
চতুরতা
চৈতন্য
চতুরালি
চতুর
26428. 'পাউরুটি' কোন ভাষার শব্দ? [স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান। ২৩/১৭তম শিক্ষক নিবন্ধন/২২]
পাঞ্চাবি গুজরাটি পর্তুগিজ ফরাসি
গুজরাটি
পর্তুগিজ
ফরাসি
26429. 'চালাক' এর বিশেষ্য পদ কী? (কৃষি ব্যাংক সুপারভাইজার। ১২)
চাতুর্য
চাতুরী
চালাকি
চতুরতা
26430. বিশেষ্য পদ শনাক্ত করুন- পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩/
ভেতো
বৈষ্ণব
অভ্যাস
নাব্য
26431. 'আনারস' এবং 'বালতি' শব্দ (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী দুটি কোন ভাষা থেকে আগত? প্রধান পরিদর্শক: ০৯/
পর্তুগিজ ভাষা হতে
আরবি ভাষা হতে
ওলন্দাজ ভাষা হতে
দেশি ভাষা হতে
26432. Datum Line-এর উপর অথবা নিচের Vertical Distance- কে বলা হয়- [MODMR-04]
Vertical line
Reduced level of the point
Height of the instrument
Level line
26433. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে? বাংলাদেশ ব্যাক (ক্যাশ): ১৬
দেশ
বন্দর
ব্যথা
সুন্দর
26434. 'জানালা' শব্দটি যে ভাষা থেকে আগত- (দুদকের কোটি পরিদর্শক/ ২২/ তিতাস গ্যাস লি. অফিসার (সাধারণ)/১৮)
পর্তুগিজ
হিন্দি
ফরাসি
তুর্কি
26435. 'আনারস' কোন ভাষার শব্দ? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী রক্ষণাবেক্ষণ/ প্রকৌশলী। ২২/ বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার/ ২১]
গুজরাটি
জাপানি
ওলন্দাজ
পর্তুগিজ
26436. বোতাম, বালতি, আনারস, চাবি কোন ভাষা থেকে এসেছে? (আইসিবি ব্যাংক লি. সিনিয়র অফিসার/ ১১)
ফরাসি
পর্তুগিজ
ওলন্দাজ
চৈনিক
26437. Whole circle bearing system-এ S 25° 15′ E-এর মান হবে- [R&H-03, PWD-04]
115° 15′
154° 45′
205° 15′
334° 45′
26438. বিশেষণ পদ শনাক্ত করুন- পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩)
ব্যাকরণ
পার্থিব
গো
ঔদার্য
26439. কোনটি বিদেশি শব্দ? (উপজেলা সমাজসেবা অফিসার/ ০৬)
ঢেঁকি
ফিতা
কুলা
ঢাকা
26440. 'আলকাতরা' শব্দটি কোন ভাষা থেকে আগত? (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক/ ১১)
তুর্কি
পর্তুগিজ
আরবি
ফরাসি