Image
MCQ
26541. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
26542. 'সে যে কোথায় তা আমার জানা নাই'- কোন ধরনের বাক্য? (সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
জটিল
খণ্ড বাক্য
যৌগিক
সরল
26543. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
26544. 'আমি যে গান গাই, তা যৌবনের গান' কোন ধরনের বাক্য? [ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২।
সরল
জটিল
খন্ড
কোনটিই নয়
26545. একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি? বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২]
তিনটি
ছয়টি
পাঁচটি
চারটি
26546. নিচের কোনটি যৌগিক বাক্য? (৪৪তম বিসিএস)
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
26547. মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস। ২৩/
বাক্যে
ধ্বনিতে
শব্দে
পদে
26548. Choose the correct sentence ?
He is angry upon me
He is angry with me
He is angry at me
He is angry of me
26549. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
বাক্য
উদ্দেশ্য
বাক্যাংশ
বিধেয়
26550. জটিল বাক্যের অন্য নাম কী? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩/
মিশ্র বাক্য
প্রধান খণ্ড বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
26551. We will tell him about it after he -
had arrived
had come
arrives
has reached
26552. কোন বাক্যটি শুদ্ধ ?
Panna is only present
The man was born in 1968
I feel myself hungry
The sheeps are quite healthy
26553. নিচের কোনটি জটিল বাক্য? অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন।
সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন।
যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল।
26554. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য? (সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২।
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
ব্যাসবাক্য
26555. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে? বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২)
সরল
মিশ্র
জটিল
যৌগিক
26556. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩)
যৌগিক
জটিল
মিশ্র
সরল
26557. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
সরল
অধীন
জটিল
যৌগিক
26558. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
কোনোটিই নয়
26559. 'এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না'- এটি কোন শ্রেণির বাক্য? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট। ২৩)
সরল
জটিল
মিশ্র
যৌগিক
26560. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? (১৭তম শিক্ষক নিবন্ধন: ২২।
পদ
ধ্বনি
রূপ
শব্দমূল