Image
MCQ
26521. 'কাজ' শব্দের তৎসম রূপ- (সিনিয়র স্টাফ নার্স: ২৩)
ক্রিয়া
কজ
কর্ম
কার্য
26522. 'তদ্ভব' এর অর্থ হলো- (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাঠ কর্মকর্তা:১৩)
তার সমান
তার থেকে ভাবনা
তার থেকে উৎপন্ন
তার ভুবন
26523. ছেমড়া' শব্দটি উৎস- (বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক। ১৪/)
আরবি
সংস্কৃত
ফারসি
তুর্কি
26524. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
26525. চন্দ্র শব্দের তদ্ভব রূপ- (স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ২২/ সঞ্চয় পরিদপ্তরের হিসাবরক্ষক: ১০/)
চন্দ
চান্দ্র
চাঁদ
চন্দ্রিমা
26526. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত? [উপজেলা শিক্ষা অফিসার: ০৪]
সংস্কৃত
দেশি
খাঁটি বাংলা
বিদেশি
26527. 'পাখি' কোন ধরনের শব্দ? (সহকারী উপজেলা শিক্ষা অফিসার: ১০)
সংস্কৃত
তদ্ভব
বিদেশি
অপভ্রংশ
26528. কোনটি তৎসম শব্দের উদাহরণ? (হাইকোর্টের রেজিস্ট্রার: ৯৪)
মোক্তার
ক্ষেত্র
চাহিদা
জ্যোৎস্না
26529. 'চন্দ্র' কোন শব্দের উদাহরণ? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক:১৩)
তৎসম
বিদেশি
তদ্ভব
দেশি
26530. 'ব্যাকরণ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? (বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯/ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার। ১৬/)
বাংলা
বিদেশি
সংস্কৃত
তদ্ভব
26531. 'খিস্তিখেউড়' কোন ভাষার শব্দ- (বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ০০)
সংস্কৃত
আরবি
বাংলা
ফারসি
26532. কোনটি তদ্ভব শব্দ নয়? (সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা অফিসার: ০৬)
বের
দুই
নাচ
পুস্তক
26533. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
26534. কোনটি তদ্ভব শব্দ? (১০ম বিসিএস)
চাঁদ
নক্ষত্র
সূর্য
গগন
26535. 'চাঁদ' কোন শ্রেণির শব্দ? (বাংলাদেশ ব্যাংক অফিসার: ১৫)
তৎসম
তদ্ভব
অর্ধ-তৎসম
দেশি
26536. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
পদ্মাবতী’
26537. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
26538. কোনটি তৎসম শব্দ? (রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯)
কলম
বাড়ি
ফুল
চন্দন
26539. নিচের কোন শব্দটি তদ্ভব? (স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী/ ১৯)
হাত
মৎস্য
কর্তা
কার্য
26540. 'ভাত' কোন ধরনের শব্দ? (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১৬/)
তদ্ভব
বিদেশি
তৎসম
খাঁটি বাংলা