Image
MCQ
27381. কৃষ্ণ-এর অর্ধ-তৎসম শব্দ কোনটি?
পুত্র
কেষ্ট
পুত্তর
বিষ্ট
27382. ফরাসী শব্দ কোনটি?
চিনি
আনারস
হরতন
রেস্তোঁরা
27383. কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।
দীর্ঘজীবী ব্যক্তি
অশিষ্ট ব্যক্তি
স্বল্পজীবী লোক
ভণ্ডলোক
27384. গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
দাংগাবাজি করা
কোন দায়িত্ব গ্রহণ না করা
বেকার মত চলা
আপন মনে বাদশাহী করা
27385. হরতন’ কোন ভাষার শব্দ?
ইংরেজি
জাপানী
ওলন্দাজ
হিন্দী
27386. ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-
যাতে প্রচুর ফল লাভ হয়
বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
27387. আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
ওলন্দাজ ভাষা হতে
দেশী ভাষা হতে
আরবী ভাষা হতে
পর্তুগিজ ভাষা হতে
27388. নিচের কোনটি দেশী শব্দ?
আনারস
চন্দ্র
কণ্ঠ
কুলা
27389. একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
আনন্দের বিষয়
মজা পাওয়া
সৌভাগ্যের বিষয়
আশার কথা
27390. নিচের কোনটি তৎসম শব্দ?
হাত
লতা
ডিম
বাড়ি
27391. ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
বসন্তের কোকিল
সুখের পায়রা
খোদার খাসি
যক্ষের ধন
27392. কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক
এলাহি কাণ্ড
চাঁদের হাট
একাদশে বৃহস্পতি
মণিকাঞ্চন যোগ
27393. বাংলা ভাষায় ব্যবহৃত ‘লিচু’ কোন বিদেশী ভাষা থেকে নেয়া হয়েছে?
ফারসি
চৈনিক
ইংরেজি
ফারসি
27394. পানি’ শব্দটি কোন ভাষা থেকো বাংলায় এসেছে?
সংস্কৃত
ফারসী
হিন্দি
আরবী
27395. ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
একাদশে বৃহস্পতি
অন্ধকার
কেউকেটা
অদৃষ্টের পরিহাস
27396. কোনটি খাঁটি বাংলা শব্দ ?
ঢোল
ঈদ
হালুয়া
খোদা
27397. কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে?
বিদেশী
দেশী
তৎসম
তদ্ভব
27398. চাঁদের হাট’-অর্থ কি?
বন্ধুদের সমাগম
আত্মীয় সমগম
প্রিয়জন সমাগম
বন্ধুদের সমাগম
27399. নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?
কুটিল
একগুয়ে
দলপতি
সামান্য
27400. বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
চাপের মুখে ভেঙ্গে যায়
কোন বাধ্যবাধকতা নেই
একতরফা
ভঙ্গুর