MCQ
28061. ভয়েড রেশিও এবং প্রযুক্ত চাপ লগারিদম স্কেলে প্লট করে যে কার্ড আঁকা হয়, তার নাম-
P log e কার্ড
pc কার্ড
pe কার্ড
e log p কার্ড
28062. ট্রাই-অ্যাক্সিয়াল টেস্টে বিকৃতির মাত্রা সর্বাধিক কত ধরা হয়?
25%
27%
20%
30%
28063. ভূ-স্তর উদঘাটনের ধাপ কয়টি?
১টি
৩টি
৪টি
৫টি
28064. 0.4 হেক্টর জায়গার উপর প্রস্তাবিত ইমারতের জন্য সাধারণত কয়টি বোরহোল করতে হয়?
৫টি
৭টি
৬টি
১০টি
28065. আদর্শ প্রক্টর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়ীকরণকালে হাতুড়িকে কত উঁচু থেকে ফেলতে হয়?
৩০.৫ সেমি
৩৫.৫ সেমি
৩৫ সেমি
২৮ সেমি
28066. সোয়েলিং-এর ফলে ভয়েড রেশিওর পরিমাণ কী হয়?
বৃদ্ধি পায়
একই থাকে
কমে যায়
শূন্য হয়ে যায়
28067. কনস্ট্যান্ট হেড ভেদ্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন্য উপযোগী?
পলি মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
দৃঢ়াবদ্ধ মৃত্তিকা
মোটা দানার মৃত্তিকা
28068. রোলিং মাধ্যমে মৃত্তিকাকে করা হয়-
কমপ্যাকশন
কনসলিডেশন
সোয়েলিং
কোনোটিই নয়
28069. ইকুয়িপোটেনশিয়াল রেখা কোন রেখার ওপর লম্বভাবে অবস্থান করে?
সমোচ্চতায় রেখার ওপর
হাইড্রোস্টেটিক প্রেসার রেখার ওপর
প্রবাহ রেখার ওপর
কোনোটিই নয়
28070. প্রক্টরের প্রতি স্তরের মৃত্তিকা দৃঢ়ীকরণে কতবার হাতুড়ি ফেলতে হবে?
৪৫ বার
৩০ বার
২৫ বার
৫০ বার
28071. কংক্রিটের বাঁধের জন্য কমপক্ষে কত মিটার পর পর বোরহোল করতে হয়?
২০ থেকে ৪০ মিটার
৩০ থেকে ৬০ মিটার
৪০ থেকে ৮০ মিটার
৫০ থেকে ১০০ মিটার
28072. স্থাপনার সেটেলমেন্ট নিরূপণের জন্য মাটির কোন ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? [ΒΕΡΖΑ-23]
Permeability
Density
Shear strength
Consolidation
28073. স্থির নিশ্চল চাপা বলের মাধ্যমে সম্পৃক্ত মৃত্তিকাকে দৃঢ়াবদ্ধ করার প্রক্রিয়ার নাম-
সোয়েলিং
কনসলিডেশন
কমপ্যাকশন
সবগুলো
28074. Compression index কোন test থেকে বের করা হয়?
Direct shear test
Unconfined compression test
Standard penetration test
Consolidation test
28075. মৃত্তিকার আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, শিয়ার স্ট্রেংথের কত গুণ হয়?
৩ গুণ
২ গুণ
৫ গুণ
৪ গুণ
28076. হস্তচালিত অগারের ব্যাস-
২৫ সেমি থেকে ২৭ সেমি
২৫ সেমি থেকে ৩০ সেমি
১০ সেমি থেকে ১৫ সেমি
১৫ সেমি থেকে ২০ সেমি
28077. কোন Soil-টির Permeability সবচেয়ে বেশি?
Sand
Silt
Clay
Gravel
28078. কোনো বিন্দুতে স্থাপিত পিজোমেট্রিক টিউবের পানিতলকে বলা হয় ঐ বিন্দুর-
পিজোমেট্রিক লেভেল
হাইড্রলিক লেভেল
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
28079. e log p কার্ড থেকে মৃত্তিকার বিভিন্ন মাত্রা ৯০ ক চাপে কী জানা যায়?
পয়সনের অনুপাত
ভেদ্যতার মাত্রা
ভয়েড রেশিওর মাত্রা
কোনোটিই নয়
28080. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেল পার্থক্যকে বলা হয়-
পজিশন হেড
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
কোনোটিই নয়