MCQ
29021. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
CaO
AlO3
SiO2
MgO
29022. 'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অগ্নি
চন্দ্র
গৃহ
বারি
29023. ব্রড গেজে রেলের প্রন্থ-
0.6096m
0.762m
1.00m
1.676m
29024. 'তামার বিষ' বাগধারার অর্থ-
গভীর আঘাত
ধাতব পদার্থের আঘাত
পুরানো ক্ষত
অর্থের কুপ্রভাব
29025. 'মন্বন্তর'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
মন + অন্তর
মনন + অন্তর
মনু + অন্তর
মনুন + অন্তর
কোনোটিই নয়
29026. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
9"
9.5"
9.25"
10"
29027. 'বালতি' কোন ধরনের শব্দ?
আরবি শব্দ
দেশি শব্দ
ফরাসি শব্দ
ফারসি শব্দ
কোনোটিই
29028. I wonder whether I ............ever see him.
shall
will
should
would
29029. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
29030. 'নন্দন' শব্দের অর্থ কোনটি?
বাতাস
ছেলে
নতুন
নীল
29031. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ?
বসুন্ধরা
ধরণী
পার্থিব
কোনোটিই নয়
29032. এক কথায় প্রকাশ করুন: 'যে বিষয়ে কোনো বিরোধ নেই'।
অবিরোধী
অসংবৃত
নির্বিরোধী
অবিসংবাদী
কোনোটিই নয়
29034. 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির' এখানে 'পাতায় পাতায়' কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
আধিক্য
নির্দিষ্টতা
ধারাবাহিকতা
স্বল্পতা
29035. ইতর প্রাণীর বহুবচনে ব্যবহৃত হয়-
পাল
রা
বৃন্দ
গণ
কোনোটিই নয়
29036. ক্লোজার সাধারণত কত প্রকার হয়ে থাকে?
2
3
4
5
29037. নিচের কোনটি উপন্যাস নয়?
দিবারাত্রির কাব্য
মহাশশ্মশান
শেষের কবিতা
লালসালু
29038. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
২ দিন
৮ দিন
১৫ দিন
২৮ দিন
29039. শওকত ওসমানের আসল নাম কী?
শেখ আজিজুর রহমান
শেখ রহমত রহমান
শেখ ফজলুল রহমান
শেখ বজলুর রহমান
কোনোটিই নয়
29040. 'বঙ্গভাষা' কবিতাটির রচয়িতা কে?
সুনীল গঙ্গোপাধ্যায়
হুমায়ূন আহমেদ
সমরেশ মজুমদার
মাইকেল মধুসূদন দত্ত
কোনোটিই নয়