MCQ
2901. সমুদ্র লেভেলে অ্যাটমোসফিয়ারিক প্রেসার কত?
103KN/m2
10.3 m of water
760 m of mercury
সব কটি
2902. গতিশীল অবস্থায় বংস্তুর উপর ঘর্ষণকে বলে-
ঘর্সণ সহগ
লিমিটিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
রোলিং ঘর্ষণ
2903. কোন বাঁকে সুপার এভিলেশন প্রয়োগ করা কষ্টকর-
সরল
বিপরীত
যৌগিক
ক্রান্তি
2904. ক্লে সিমেন্ট ব্যবহার করা হয়-
সামুদ্রিক নির্মাণ কাজে
বাঁধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এভিলেশন
2905. একটি ৪০ সস ব্যাসের অরিফিসের মধ্য দিয়ে জেট নির্গমন হচ্ছে, য়ার ভেনাকন্ট্রাকটাতে ব্যাস ৪০ এমএম কোন ইফিসিয়েন্ট অব কন্ট্রাকশন
১
০.৪৬
০.৬৪
০.৭৮
2906. হাইস্পিড স্টিলের প্রধানতম উপাদান কী?
মলিবডেনাম
ক্রোমিয়াম
টাংস্টেন
ভ্যানডিয়াম
2907. কোন বাঁক বরাবর সুপার এশিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়-
উলম্ব বাঁক
ক্রান্তি বাঁক
অবতল বাঁক
সরল বাঁক
কোনটি নয়
2908. বিষুব বেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাত বিয়ারিং এর ফেজ পার্থক্য
০
৯০
১৮০
৩৬০
2909. গান মেটালের প্রধানত উপাদান কী?
সীসা
দস্তা
তামা
নিকেল
2910. একটি অসর্মণ আনুভূমিক তল অবিমুখে W ওজনের একটি বংস্তুকে সরানোর জন্য প্রয়োজন ন্যূনতম বল?
W cot
W tan 0
W cos
W sin
2911. কাঁচ তৈরীর প্রধান উপাদান কোনটি-
সোডা
লাইম
বালি
সব
2912. সমতলমিতি কত প্রকার-
১০ .
৯
৮
৭
2913. সেন্টার অব প্রেসার ক্রিয়া কওে ডুবানো তলের সেন্টার অব গ্রাভিটি -
মাধ্যদিয়ে
উপর দিয়ে
নিচ দিয়ে
সব কটি
2914. ৬৩% লাইম মিশ্রিত থাকে কোন সিমেন্টে?
ক্লে সিমেন্ট
পোর্টল্যান্ড সিমেন্ট
অ্যালুমিনাস সিমেন্ট
কনভার্টেড সিমেন্ট
2915. কোন পদ্ধতিতে উস্পত উৎপাদন করতে চুনাপাথর অবশ্যই চাজের সাথে মিশ্রিত করতে হয়?
ইলেকট্রিক পদ্ধতিতে
বেসিক ওপেন হার্থ
অ্যাসিড ওপেন হার্থ
বেসিমার
2916. নিচের কোনটি ক্ষমতা সম্পন্ন নয়-
পিচ
বিটুমিন
অ্যাসফান্ট
টক্সিক
2917. একটি খাড়া দেয়ালের এক ধরনের তরলের চাপে একটি পার্শ্ব সংযুক্ত আছে। যদি আপেক্ষিক চাপ W এবং তরলের উচ্চতা H তবে একক দৈর্ঘ্যের মোট চাপ-
WH
wH²/2
wH/2
wH³/2
2918. নিচের কোনটিকে পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
টার
বিটুমিন
অ্যাস্কাল্ট
ইমালশন
2919. যখন বলসমূহ একই তলে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, তখন তাদের বলা হয়-
অসমতলীয় অসমমুখী বল
অসমতলীয় সমমুখী বল
সমতলীয় অসমমুখী বল
সমতলীয় সমমুখী বল
2920. স্টেইনলেস স্টীলে কার্বনের পরিমান কত?
সর্বোচ্চ ০.৪%
০.৩-০.৬%
০৬,০৮%
.০৮-১%