2924. আঞ্চলিক ভাষার অপর নাম কি? 
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: তথ্য: আঞ্চলিক ভাষার অপর নাম উপ ভাষা। উপ ভাষা প্রমিত ভাষার পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। পৃথীবির সর্বত্র প্রমিত ভাষায় পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা ব্যবহৃত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে।বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার অভাব, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক ও ধর্মীয় কারণে বিভিন্ন উপভাষার সৃষ্টি হয়েছে। উত্তর: (খ)