Image
MCQ
3003. ইলেকট্রোস্ট্যাটিক ইফেক্ট ব্যবহার হয় শুধুমাত্র-
অ্যামিটারে
ওয়াটমিটারে
ভোল্টমিটারে
এনার্জি মিটারে
3004. একটি এসি অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য নিম্নের কোনটি সাধারণভাবে ব্যবহৃত হয়?
একটি শান্ট
একটি কারেন্ট ট্রান্সফর্মার
একটি ক্যাপাসিটর
একটি ইন্ডাকট্যান্স
3006. ওয়াটমিটার একটি-
ইন্ডিকেটিং ইনস্ট্রমেন্ট
রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট
ইন্ট্রিগ্রেটিং ইনস্ট্রমেন্ট
অ্যাবসলুট ইনস্ট্রুমেন্ট
3007. এনার্জি মিটার একটি-
ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট
রেকর্ডিং ইনস্ট্রমেন্ট
ইন্টিগ্রেটিং ইনস্ট্রমেন্ট
কোনোটিই নয়
3008. ডেসিবেল হলো-
পাওয়ারের রেশিও
এনার্জির রেশিও
পাওয়ারের একক
ভোল্টেজের একক
3009. একটি ডিসি মিলি-অ্যামিটার ভোল্টেজ পরিমাপের জন্য ব্যবহৃত হতে পারে--
যদি এর সাথে একটি হাই-এক্সটারনাল রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয়
যদি এর সাথে সঠিক একটি শান্ট ব্যবহার করা হয়
যদি একে লাইনের আড়াআড়িতে সংযোগ করা হয়
যদি এর টার্মিনালের আড়াআড়িতে একটি হাই- এক্সটারনাল রেজিস্ট্যান্স সংযোগ করা হয়
3012. ৫০০ কেভি এসি ভোল্টেজ নিচের কোনটির সাহায্যে মাপা যায়?
হট ওয়‍্যার ভোল্টমিটার
ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার
মুভিং আয়রন ভোল্টমিটার
যে-কোনো একটি দিয়ে
3014. পাওয়ার ফ্যাক্টর মিটারে-
একটিমাত্র কারেন্ট কয়েল আছে
একটিমাত্র প্রেসার কয়েল আছে
একটি কারেন্ট কয়েল এবং একটি প্রেসার কয়েল আছে
কোনোটিই নেই
3015. একটি ইন্ডিকেটিং ইনস্ট্রমেন্ট এর ড্যাম্পিং ফ্রিকশনাল হলে পয়েন্টারটি-
খুবই দ্রুত উঠানামা করে
খুবই ধীরে উঠানামা করে
স্বাভাবিকভাবে উঠানামা করে
কোনোটিই নয়
3016. ইনস্ট্রমেন্ট সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজন-
ডিফ্লেকটিং টর্ক
ড্যাম্পিং টর্ক
ইনট্রোলিং টর্ক
সব কয়টি
3017. রেকটিফায়ার ইনস্ট্রুমেন্টে ব্যবহৃত হয়-
মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট
২টি ওয়‍্যার ইনস্ট্রমেন্ট
মুভিং কয়েল পারমানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্ট
ডায়নামো মিটার টাইপ ইনস্ট্রুমেন্ট
3018. বেশি কারেন্ট পরিমাপের জন্য একটি ডিসি অ্যামিটারের সাথে প্যারালেলে একটি শান্ট ব্যবহার করা হয়, উদ্দেশ্য-
মিটার পয়েন্টারের জন্য ড্যাম্পিং প্রদান করা
শর্ট হতে মিটারকে রক্ষা করা
মিটার কারেন্ট হ্রাস করা
অ্যামিটারের সেনসিটিভিটি বৃদ্ধি করা