EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3001. অগ্রজ এর বিপরীত শব্দ কোনটি?
পরিগ্রজ
নিগ্রহ
পশ্চাত
অনুজ
ব্যাখ্যা: তথ্য: অগ্রজ এর সমার্থক শব্দ বড়। আর এর বিপরীত শব্দ 'অনুজ'। অগ্র এর বিপরীত শব্দ' পশ্চাত। অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ।
3002. প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
প্রতিপন্ন
বিষন্ন
বিপন্ন
নিকৃষ্ট
ব্যাখ্যা: তথ্য: প্রসন্ন অর্থ 'খুশি'/ 'আনন্দ'। এর বিপরীত শব্দ বিষণ্ণ। নিকৃষ্ট এর বিপরীত শব্দ উৎকৃষ্ট।
3003. Good example of a complex sentence is
tell me the name you bear
Tell me what is your name
tell me what your name
tell me what your name is
ব্যাখ্যা: তথ্য: Complex sentence- এ একটি principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে। Subordinate clause অংশটুকু Subordinate conjunction যেমন what, which, why, if ইত্যাদি দ্বারা যুক্ত থাকে এবং পরবর্তী structure টি Assertive sentence এর structure অনুযায়ী হয়। অর্থাৎ what+sub+veb অতএব সে অনুযায়ী সঠিক উত্তর: (d)
3004. সংশয় বিপরীতার্থক শব্দ কোনটি?
দ্বিধা
নির্ভয়
প্রতয়
বিস্ময়
3005. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
সম্ + চয় = সঞ্চয়
রাজ+জ্ঞী = রাজ্ঞী
শ+অন = শয়ন
যদ্য + অপি যদ্যপি
ব্যাখ্যা: বহুবর্ণের উপযুক্ত মিলনের সন্ধি হয়। 'সম চয় সঞ্চয়' সঠিক সন্ধি বিচ্ছেদ। ম্-এর পর যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনি সেই বর্গের নাসিক্য (ঙ, ঞ,ন) হয়ে যায়। এরুপ শঙ্কা (শম+কা), সন্তাপ (সম্ + তাপ)। রাজ্ঞী (রাজ+নী), শয়ন (শ+অন), যদ্যপি (যদি+অপি)।
3006. সম্পৃক্ত শব্দটির সঠিক কোনটি?
সংযুক্ত
আঁটবাধা
অন্তর্ভক্ত
দুই বা অধিকের মিলন
ব্যাখ্যা: তথ্য: 'সম্পৃক্ত' শব্দটির সঠিক অর্থ সংযুক্ত, পরস্পর মিলিত, সংলগ্ন ইত্যাদি।
3007. What is the verb of the word 'ability'?
Ablenesos
Able
Ably
Enable
ব্যাখ্যা: তথ্য: able শব্দটির সঙ্গে 'en' prefix যুক্ত হয়ে enable verb টি গঠিত হয়েছে। অতএব সঠিক উত্তর: (d)
3008. যাহা কষ্টে নিবারন করা যায়
দুর্লভ
দুর্জয়
দুর্নিবার
অনিবারণ
ব্যাখ্যা: তথ্য: যা লাভ করা কষ্টকর, দুর্লভ যা জয় করা কঠিন দুর্জয়।
3009. জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
জেল+এ
জাল + ইয়া
জাল+ আ
জালা + এ
ব্যাখ্যা: তথ্য: 'জেলে' শব্দটি ইয়া -প্রত্যয় যোগে গঠিত শব্দ।
3010. The correct meaning of a
a postman
a scholar
a bad man
a good man
ব্যাখ্যা: তথ্য: 'A man of letters' একটি যার অর্থ বিদ্বান লোক। প্রদত্ত option গুলোর মধ্যে শুধু Scholar যার অর্থ বিদ্বান লোক। যেটি প্রশ্ন উল্লিখিত phrase টির সমার্থক। অতএব সঠিক উত্তর: (c)।
3011. ১. What is the meaning of the phrase 'pros and Cons '?
good and bad
light and dark
Advantage and disadvantage
In and out
ব্যাখ্যা: তথ্য: The idiom 'pros and cons' অর্থ ভালো বা মন্দ উভয় দিক এবং এটি একটি noun phrase। অন্যদিকে advantage and disadvantage অর্থ সুবিধা অসুবিধা এবং এটিও একটি noun phrase। অতএব অর্থ ও গঠন অনুযায়ী সঠিক উত্তর: (গ)
3012. Choose the correct meaning of the viable
Capable
Possible
that will work
than can be done
ব্যাখ্যা: তথ্য: ' viable 'অর্থ টিকে থাকতে সমর্থ। Possible অর্থ সম্ভবপর, উপযুক্ত ব্যক্তি বা বস্তু।
3013. বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস 'কপালকুন্ডলা' এর রচিয়তা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
মধুসুদন দত্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: তথ্য: বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুন্ডলা এর রচিয়তা সাহিত্য সম্রাট খ্যাত লেখক, সমার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
3014. At the neutral axis of a beam the shear stress is-
zero
minimum
maximum
infinity
3015. Instead of continue "we can say"
carry out
carry off
Carry on
carry away
ব্যাখ্যা: তথ্য: 'Continue' শব্দটির অর্থ চালিয়ে যাওয়া, আবার 'carry on' phrase টির অর্থও চালিয়ে যাওয়া। অতএব সঠিক উত্তর: (c)
3016. When he goes to his dentist, he prefers to go -
Alone
lone
solitary
lonely
ব্যাখ্যা: তথ্য: 'alone' শব্দটি adjective ও adverb উভয়ভাবে ব্যবহৃত হয়। বাক্যে 'go 'verb; টির modifier হিসেবে alone শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হবে। অন্যান্য option - গুলো adjective বিধায় সঠিক।
3017. What is the synonym of the word 'levant'?
Make
Crete
Manufacture
Discover
ব্যাখ্যা: তথ্য: Invent অর্থ উদ্ভাবন (যা আগে ছিল না) তেমনি করে Create অর্থ সৃষ্টি (মৌলিক কোনো কিছু)। অন্যদিক Make- তৈরি করা। Manufacture উৎপাদন এবং Discover - আবিষ্কার (অন্তিতবান কোনো কিছুকে জ্ঞানের মধ্যে আনা)। অতএব অর্থ অনুযায়ী সঠিক উত্তর: (b)
3018. শুদ্ধ বানান কোনটি?
শিরঃপীড়া
শিরপীড়া
শিরোপীড়া
শিরপিড়া
ব্যাখ্যা: তথ্য: শিরঃপীড়া বানানটি শুদ্ধ। এর অর্থ মাথাধরা বা মাথায় যন্ত্রণা। এটি বির্সগজাত বা সমাসবদ্ধ পদ।
3019. গোফ খেজুরে কোন সমাস?
ব্যতিহার বহুব্রীহি
ব্যধিকরণ বহুব্রীহি
দিগু
মধ্যপদলোপী
ব্যাখ্যা: তথ্য: গোফ খেজুরে ব্যধিকরণ বহুব্রীহি সমাস। পূর্বপদ ও পরপদ কোনটিই যদি বিশেষণ না হয় তাহলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয়।
3020. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুনগুলো দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয় এবং সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় কর?
১৫
২৪
৩৬
৪৮
ব্যাখ্যা: ব্যাখ্যা: একক স্থানীয় অঙ্ক ক এবং দশক স্থানীয় অঙ্ক খ হলে সংখ্যাটি = (১০খ+ক) প্রথম শর্তমতে। 62 (১০খ+ক)/কখ=৩ ..............(১) ১০খ+ক+১৮=১০ক+খ বা, ৯ক-৯খ+১৮ ক এর মান (১) নং সমীকরণে বসাই খ=২,-১/৩ [-১/৩ গ্রহণযোগ্য নয়। খ-২ হলে ক = ২+২=৪ নির্ণয়ে সংখ্যাটি =১০*২+৪=২৪