2995. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্রোতের অনুকূলে বেগ, (নৌকা +স্রোত) =১৫কি.মি.
স্রোতের প্রতিকূলে বেগ, (নৌকা +স্রোত) = ৫ কি.মি. যেতে সময় লাগে ৪৫ কি.মি./১৫কি.মি.=৩ ঘন্টা এবং ফিরে আসতে সময় লাগে ৪৫ কি.মি./৫ কি.মি. =৯ ঘন্টা। সুতরাং, মোট সময় লাগে =(৩+৯) বা, ১২ ঘন্টা।