Image
MCQ
3221. T বীমের চাপ পীড়ন প্রতিরোধ করে-
ওয়ের
বটম স্ল্যাব
ফ্লেজ
কোনটি নয়
3225. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
3226. যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে তখনকার ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
3227. ঘড়িতে চাবি দেওয়ার পর ঘড়িতে তখন সৃষ্টি হয়-
স্থিতিশক্তি
গতিশক্তি
চৌম্বকশক্তি
যান্ত্রিকশক্তি
3228. গড়িয়ে চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
3230. T বীমের স্ল্যাবের অংশকে বলা হয়-
ওয়েব
স্ল্যাব
ফ্লেজ
কোনটি নয়
3231. Concrete-এর workability কার সমানুপাতিকা
Agg.cement ratio
Agg.grading
প্রস্তুতির সময়
সবগুলি
3232. যান্ত্রিক শক্তি বলতে বুঝায়-
তাপশক্তি ও বিদ্যুৎশক্তি
আলোকশক্তি ও অক্ষশক্তি
স্থিতিশক্তি ও গতিশক্তি
চুম্বকশক্তি ও আলোকশক্তি
3233. কাজ করার সামর্থ্যকে বলে-
শক্তি
ক্ষমতা
কাজ
কর্মক্ষমতা
3234. T বীমের টান পীড়ন প্রতিরোধ করে-
ওয়ের
ফ্লেজ
ক ও খ উভয়
কোনটি নয়
3235. L. দৈর্ঘ্যর একটি সাধারণ বিমের ওপর প্রতি মিটারে W কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে-
WL^2/4
WL^210
WE^2/8
WL^2/12
3237. বস্তু চলার মুহূর্তে স্পর্শতলে যে পরিমাণ ঘর্ষণ বল অনুভূত হয় তাকে কি বলে--
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
সর্বোচ্চ ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
3238. স্থিরাবস্থা প্রাপ্তির জন্য বস্তুর গতি জড়তার বিরুদ্ধে কৃতকাজকে বলে-
গতিশক্তি
বিদ্যুৎশক্তি
স্থিতিশক্তি
তাপশক্তি
3240. স্থির ঘর্ষণ বলের মান সর্বদা আনুভূমিকভাবে প্রয়োগকৃত বলের-
অর্ধেক
সমান
বেশি
দ্বিগুন