EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3181. ACI কোড অনুসারে কলামের মোট ক্ষেত্রফল কোনটির কম নয়?
560 cm²
620 cm²
850 cm³
920 cm²
3184. নিরাপদ সহগ দেওয়া থাকলে কলামের অনুমোদনযোগ্য লোড-
fPa=R/P
Pa=P/R
Pa=P/FS
Pa=P/FS
3185. ACI কোড অনুযায়ী ফুটিং- এ টেম্পারেচার ও সংকোচন রডের পরিমাণ কংক্রিট ক্ষেত্রের-
0.02%
0.25%
0.3%
0.35%
3186. স্পাইরাল কলামে 16 mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা হয়?
4টি
5টি
6টি
10টি
3187. প্রোপাশড ফুটিং এর ক্ষেত্রে ফুটিং এর কিনারায় নূন্যতম পুরুত্ব হয়ে-
10 cm
12 cm
15 cm
18 cm
3188. ACI কোড অনুসারে আয়তাকার কলামের নুন্যতম ব্যাসের মাপ-
20 cm
25 cm
30 cm
35 cm
3189. ওয়াল ফুটিং ডিজাইনে ক্যান্টিলিভার বিমের স্প্যান-
L-a/2
(L-a)
(L+a)
L+a/2
3191. ACI কোড অনুসারে আয়তাকার কলামের নুন্যতম ব্যাসের মাপ-
20 cm
25 cm
30 cm
35 cm
3192. স্পাইরাল কলামে পিচ দূরত্ব-
1/6 কোর ব্যাস
1.5 x খোয়ার ব্যাস
3.5-7.5 cm
সব কয়টি
3193. যে দেয়াল মাটির Lateral Pressure বহন করে--
Boundary wall
Shear wall
Vertical wall
Retaining wall
ব্যাখ্যা: Explained:- Retaining wall এমন এক ধরনের Structure, যা Lateral paressure of Soil-cক Resist করার জন্য ব্যবহার করা হয়।
3194. ম্যশনরি ওয়ালের ক্ষেত্রে বড় ও বেন্ডিং মোমেন্টর জন্য ক্রিটিক্যাল সেকশন হবে ওয়াল পৃষ্ঠ থেকে পুরুত্বের-
1/2
1/4 অংশ ভিতরে
1/3
3/4
3195. কংক্রিট দেয়ালের ক্ষেত্রে শিয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন ধরা হয় দেয়াল পৃষ্ঠ হতে-
d
d/2
a/4
C-1/2
3196. বীম বা কলামের মডুলাস অব ইলাসটিসিটি ও মোমেন্ট অন ইনপিয়ার গুণফল এবং তাদের দৈর্ঘ্যর অনুপাতকে বলে-
সেপটি ফ্যাক্টর
স্টিফনেজ রেশিও
ক্যারিওভার ফ্যাক্টর
ক্ষিনেজ ফ্যাক্টর
3197. ব্যবহৃত রি- ইনফোর্সমেন্টের উপর ভিত্তি করে কলাম কত প্রকার?
4
6
5
3
3198. কলামের এক প্রান্ত আবন্দ এবং এক প্রান্ত মুক্ত হলে কাকরী দৈর্ঘ্য?
he=h
he=2h
he> 2h
he<2h
3200. A concentrated load is one which (কেন্দ্রীভূত লোড সেটা যা)--
acts at a point on a beam (বীমের যে কোন বিন্দুতে ক্রিয়া করে)
spreads non-uniformly over the whole length of a Dean (অসমভাবে বিস্তৃত লোড)
spreads uniformly over the whole length of a beam(সমভাবে বিস্তৃত লোড)
R. varies uniformly over the whole length of a beam(সমভাবে পরিবর্তিত লোড)
ব্যাখ্যা: Explained: বীমের যে কোন বিন্দুতে ক্রিয়ারত উলম্ব বলকে concentrated load বা point load বলে। মোমেন্ট নির্ণয়ে যে কোন লোচকেই পয়েন্ট লোড হিসাবে বিবেচনা করা হয়।