3244. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
ব্যাখ্যা: Workability (কার্যোপযোগিতা)-এর অর্থ সিমেন্ট paste- এর সাথে ভালোভাবে মিশ্রণ তৈরি করা এটি rounded shape aggregate ভালো করে, কারণ এটি engular এবং elongated-এর তুলনায় কম পরিমাণে ঘর্ষণ বাধা উৎপন্ন করে।
উত্তর সহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. কোন ধরনের aggregate ব্যবহার করলে Workability ভালো পাওয়া যায় rounded.
2. পরোক্ষভাবে concrete এর workability নির্ণয় করা হয় কোনটির সাহায্যে -slump test.
3. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability কম পাওয়া যায় - angular.
4. কোন ধরনের aggregate ব্যবহার করলে strength বেশি পাওয়া যায় - angular.