Image
MCQ
3241. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
OR
NAND
NOR
3242. বাইপোলার লজিক গোষ্ঠী বলতে বুঝায়-
জংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
P-N জংশন
n-p-n ট্রানজিস্টর
MOSFET'S
3243. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকবার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
3244. রড ইলেকট্রোডের (লোহা বা ইস্পাত) ব্যাস হওয়া উচিত-
12 মিমি
185 মিমি
16 মিমি
21 মিমি
3245. মার্কারি ভ্যাপার ল্যাম্পের ভিতরে থাকে-
আর্গন এবং নিয়ন গ্যাস
আর্গন, নাইট্রোজেন গ্যাস এবং পারদ
আর্গন এবং পারদ
পারদ, আর্গন এবং অক্সিজেন গ্যাস
3246. কোনটি ফিউজ নয়-
রিওয়্যারেবল
কারট্রিজ
এসপিডিটি
এইচআরসি
3247. কোনটি আর্থিং-এর উপাদান নয়?
আর্থ ইলেকট্রোড
আর্থিং লিড
আর্থ কানেক্টর
আর্থ কনটিনিউইটি তার
3248. AND, OR, NOT ইত্যাদি গেইটের ডিজিটাল অপারেশন সম্পাদন করা যায়-
সুইচ ব্যবহার করে
অ্যামপ্লিফায়ার ব্যবহার করে
রেকটিফায়ার ব্যবহার করে
অসিলেটর ব্যবহার করে
3249. RTL সার্কিট গঠিত হয়-
ডায়োড এবং রেজিস্টার দিয়ে
ট্রানজিস্টর এবং রেজিস্টার দিয়ে
FET এবং রেজিস্টার দিয়ে
MOS ডিভাইস এবং রেজিস্টার দিয়ে
3250. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি এর সবগুলো ইনপুট HIGH হয়"-এই উক্তিটি কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
AND
OR
NAND
3251. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
চার্লস ব্যাবেজ
লাইবনিৎস
জর্জ বুল
ডরফেল্ট
3252. মার্কারি ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করে?
1934
1938
1952
1965
3254. আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের ধাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে বলা হয়--
আর্থিং লিড
আর্থ ইলেকট্রোড
আর্থ কন্টিনিউইটি তার
আর্থ কানেক্টর
3255. ফিউজ তার তৈরি হয়-
সিসা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
দস্তা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
নিকেল-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
কার্বন-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
3257. ফুওরেসেন্ট ল্যাম্প বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়-
1938 সন হতে
1942 সন হতে
1956 সন হতে
1965 সন হতে
3258. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিক পরিচিতি লাভ করে?
1934
1948
1965
1969
3259. সোডিয়াম ড্যাপার ল্যাম্পে থাকে-
সোডিয়াম বাষ্প এবং আরগন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং নিয়ন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং মার্কারি
সোডিয়াম বাষ্প এবং নাইট্রোজেন গ্যাস
3260. টিউবলাইটের ভিতরের দেওয়াল দিয়ে শ্বেতকায় পদার্থের যে প্রলেপ দেয়া হয়, তার নাম-
ফ্রেঞ্চ চক পাউডার
নিয়ন পাউডার
পারদ
ফসফর পাউডার