Image
MCQ
3401. Network Analysis প্রক্রিয়ায় PERT মূলত ব্যবহৃত হয়-
ছোট প্রজেক্টে
বড় ও জটিল প্রজেক্টে
গবেষণা ও উন্নয়ন মূলক প্রজেক্টে
দীর্ঘ প্রজেক্টে
3402. আদর্শ প্রকটর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়করণ কালে হাতুড়িকে কত উঁচু থেকে ফেলতে হয়?
৩০.৫ সে.মি.
৩৫.৫ সে.মি.
৩৫ সে.মি.
২৮ সে.মি.
3403. কংক্রিটের modulus of rapture পরিমাপ করে?
Flexture tensile strength
Compressive strength
Direct tensilestrength
split tensile strength
3404. প্রকটোর টেষ্ট এর প্রতি জ্বরের মৃত্তিকা দৃঢ়করণের কতবার ফেলতে হবে?
৪৫ বার
২৫ বার
৩০ বার
৫০ বার
3405. কংক্রিট মিশ্রণে 1% ভয়েডের উপস্থিতি এর শক্তিমাত্রা আনুপাতিক ভাবে হ্রাস করে?
৫%
১০%
১৫%
২০%
3407. হেনরি গ্যান্ট কত সালে প্রজেক্ট প্লানিং ও সিডিউল এর জন্য বার চার্ট উদ্ভাবন করেন? UPSC-AB- কর্মসংস্থান মন্ত্রণালয় -১৯
১৮৮০
১৯০০
১৯২০
১৯৪০
3408. কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হতে পারে?
চিকন বালু
মোটা বালু
কাদা
গ্রান্ডেল
3411. Pre-stressed member এ কোনটি ব্যবহার করা উচিত?
নিম্ন শক্তিমত্তার কংক্রিট
উচ্চ শক্তিমত্তার কংক্রিট
3415. Soil laboratory তে hydrometer কি হিসেবে ব্যবহৃত হয়?
Shear Strengh বের করার কাজ
Soil- এর Water content বের করার কাজ
grain size বের করার কাজ
Soil- এর dencsity বের করার কাজ
3417. প্রজেক্টের কোনটি নির্ণয় করতে সিডিউলিং প্রক্রিয়া ব্যবহৃত হয়। নয়
প্রজেক্ট সময়কাল
বাজেট
প্রজেক্ট ম্যানেজম্যান্ট প্ল্যান
সাব- কন্ডাক্টরের দায়িত্ব
3418. সেফটি প্রোগ্রামে জটিল ইস্যুগুলো নির্ণয় করতে সবচেয়ে কার্যকর ব্যবস্থা
Fault tree analysis
Fishbone analysis
Pareto chart analysis
Audit analysis
3419. যদি কোন অ্যাকটিভিটির অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এবং গেসিমিস্টিক সময় যথাক্রমে ২, ৩ ৩৭ হয়, তাহলে এর এক্সপেন্টেড সময় ও ভেরিয়েন্স যথাক্রমে হবে
3.5 & 5/6..
5 & 25/36
3.5 & 25/36
4.4 & 5/6