EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3421. আলগা মৃত্তিকার ভয়েড ও এর মান দৃঢ় মৃত্তিকার ভয়েড ও এর মান অপেক্ষা-
কম
অধিক
সমান
শূন্য
3424. স্বাভাবিক মৃত্তিকা মূলত কয়টি সামগ্রী নিয়ে গঠিত?
২টি
৫টি
৪টি
৩টি
3430. যখন কাঠামোর ভার উপরের স্তরের মৃত্তিকাই বহন করে তখন তি ভিত্তি ডিজাইন করা হয়?
গভীর
স্যান্ড পাইলিন
অগভীর
কোনটি নয়
3433. If SPT of clayee soil is 2 then the soil is-
Soft
Medium
Hard
Stiff
ব্যাখ্যা: Very soft 2:Soft = 2-4; Medium = 4-8 Stiff = 8-15; Very stiff = 15-30; Hard = >30
3435. Standard Penetration Test (SPT) tube length-
6"
12"
18"
24"
ব্যাখ্যা: ! The test uses a thick walled sample tube, with an outside diameter of 50.8 mm or 2" and inside diamter of 35 mm or 1.8" and a length of arround 650 mm or 26"
3436. মৃত্তিকা প্রযুক্তি বিদ্যার আওতা কোথায় থেকে বিস্তৃত?
ভূগোলবিদ্যা
জ্যামিতিবিদ্যা
সয়েল মেকানিস
স্ট্রাকচারাল মেকানিক্স
3438. আর্দ্রতা নিরূপনের জন্য মাটি কত ডিগ্রি সেলসিয়াস তাপস্রতায় শুকাতে হয়?
৬০° সেলসিয়াস
৭০° সেলসিয়াস
৩০° সেলসিয়াস
৪০° সেলসিয়াস
3440. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
বালিয়াড়ী
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট