Image
MCQ
3542. মাটির শক্তি পরীক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
Triaxial Test
Specific Gravity Test
CBR
LL. Test
3543. মোটাদানার পুরক পদার্থ সাধারণত কত নং চালুনী দ্বারা অতিক্রম করে না?
৪ নং চালুনি
৬ নং চালুনি
৮ নং চালুনি
১৬ নং চালুনি
3547. কোনটি রিটেইনিং ওয়ালের ব্যর্থতা?
উল্টানো
পিচলানো
অসমবসন
সব কয়টি
3548. মাটির Total volume-এর সাথে এর Volume of Voids-এর অনুপাতকে কী বলে?
Water Cement ratio
Void ratio
Porosity
Degree of saturation
3549. মাটির কোন Property বের করার জন্য unconfined compression test করা হয় ?
Specific Gravity
Density
Shear strength
Permeability
3550. সিলকোট স্থাপনের পর কত টনি রোলার দিয়ে পৃষ্ঠদেশ মসৃণ করা হয়?
৩.৫-৬ টনি
৬-৮ টনি
৬-৭ টনি
কোনটি, নয়
3551. মোটাদানার পূরক পদার্থের ব্যাস সাধারণত কত ইঞ্চি অপেক্ষা বেশি হয়?
১/৮ ইঞ্চি
১/৭ ইঞ্চি
১/৬ ইঞ্চি
৩/৮ ইঞ্চি
3553. যে সমস্ত রিটেইনিং ওয়াল নিজস্ব ওজনের প্রভাবে এর উপর প্রযুক্তি পার্শ্বচাপ প্রতিহত করে তা-
প্যাভিটি ওয়াল
কাউন্টারফোর্ট ওয়াল
ক্যান্টিলিভার ওয়াল
কোনটি নয়
3554. রিটেইনিং ওয়ালের উল্লম্ব অংশ যা মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করে তা-
হিল
টো
স্টিম
কোনটি নয়
3556. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পূরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ভাগ
৭০-৭৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৯০-৯৫ ভাগ
3558. প্রাইম কোর্ট বা ট্যাঙ্ক কোট স্থাপনের পর কত টনি রোলার দ্বারা রোলিং করা হয়?
৮ টনি
১২ টনি
১০ টনি
১৪ টনি