Image
MCQ
3482. একটি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে কত ডিগ্রি পিছনে থাকে?
40°
90°
180°
30°
3483. নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের অংশ?
মেমরি
ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
এ.এল.ইউ
3489. একটি RLC সার্কিটে C-এর মান কমানো হলে Resonance frequency-
অপরিবর্তিত থাকবে
বেড়ে যাবে
যে-কোনোটি হতে পারে
কমাবে
3491. 2, 3, 3 6µF এর তিনটি ধ্রুবক শ্রেণিসমবায়ে 10V উৎসের সাথে সংযুক্ত। 3µF ধারকটিতে আধানের পরিমাণ কত?
5μα
10μC
15μC
12µC
3494. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয় কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়-
রেকটিফায়ার
ইন্ডাক্টর
ক্যাপাসিটর
ট্রান্সডিউসার
3496. নিচের কোন কাউন্টারের গতি সবচেয়ে বেশি?
রিং কাউন্টার
রিপল কাউন্টার
সিনক্রোনাস কাউন্টার
অ্যাসিনক্রোনাস কাউন্টার