Image
MCQ
4241. ইটের উপাদানের আয়রন অক্সাইড- এর পরিমাণ কত?
৮%
১%
৫%
১০%
4242. তারাজু ও মোজাইকের মেঝে শক্ত হওয়ার পর কি পাথর দিয়ে মেঝে ঘষে পালিশ করা হয়?
মার্বেল পাথর দিয়ে
গ্রানাইট পাথর দিয়ে
চুনাপাথর দিয়ে
শানপাথর দিয়ে
4243. ভাল পাথর আর্দ্রতা যুক্ত করার জন্য নির্মাণের কাজের কত মাস আগে খোলা বাতাসে রাখতে হয়?
৩ থেকে ৬ মাস
৬ থেকে ৯ মাস
৫ থেকে ১২ মাস
৫ থেকে ৮ মাস
4244. Manufacture of fire bricks কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
4245. নিচের কোনটি কৃত্রিম পাথর?
মোজাইক পাথর
বেলে পাথর
শেল পাথর
নিস পাথর
4246. পাথরের পরীক্ষণ পদ্ধতিতে কয় ভাগের ভাগ করা যায়?
4247. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
প্লেট
গ্রানাইট
কোনটি নয়
4248. মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে কি করে?
মৌলডিং এ সুবিধা প্রদান করে
ইটকে দুবল ও ভঙ্গুর করে
ইটকে সংকোচনে প্রতিহত করে
স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে
4250. মার্কেল কোন শ্রেণির পাথর?
আগ্নেয় শিলা
রূপান্তরিত শিলা
কঠিন শিলা
পাললিক শিলা
4251. একটি উত্তম ইট ২৪ ঘন্টা পানিতে ভিজালে তার ওজনের কত অংশ পানি শোষণ করবে?
১/৬ অংশ
১/৭ অংশ
১/৩ অংশ
১/৪ অংশ
4252. The trap which is provided to disconnect the house drain from the street sewer is called
Master trap
Intercepting trap
Interception manhole
All the above
4253. বাংলাদেশে প্রচলিত ইটের ওজন কত?
২.৭০ কেজি
৪.৭৫ কেজি
২.৭৫ কেজি
৪.৭৫ কেজি
4254. উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাঙ্গে?
৪০০ থেকে ৭০০ টন
৫০০ থেকে ৭০০ টন
৪৫০ থেকে ৭৫০ টন
কোনটি নয়
4255. ইটের উপাদানে সিলিকন পরিমাণ কত?
৪৫% থেকে ৫০%
৩০%
৬০%
৫৫%
4256. তারাজু কাজে কত মিলিমিটার আকারের মার্কেল পাথর ব্যবহার করা হয়?
৪ থেকে ৭ মি.মি.
৫ থেকে ১০ মি.মি.
৩ থেকে ৬ মি.মি.
কোনটি নয়
4257. ইটের উপাদানে অ্যালুমিনার পরিমাণ কত?
২৫%
২০%
৩৫%
৩০%
4258. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?
২১০০০°c
১৯০০° c
২৭০০°c
২০০০°c
4260. তারাজু কাজে রঙিন সিমেন্ট মর্টারের অনুপাত কত?
১:৩
১:১/২
১:৪
১:২